Bangla News Dunia, দীনেশ : বিয়ের দু’সপ্তাহ পরই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের অরাইয়ার। অভিযুক্তদের নাম প্রগতি যাদব ও অনুরাগ যাদব।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রগতি ও অনুরাগের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। একপ্রকার জোর করেই গত ৫ মার্চ ২২ বছরের প্রগতির বিয়ে দেওয়া হয় দিলীপ নামে বছর ২৫-এর এক তরুণের সঙ্গে। ১৯ মার্চ দিলীপের উপর হামলা হয়। তাঁর শরীরে একাধিক গুলি লাগে। চিকিৎসাধীন অবস্থায় ২০ মার্চ তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
তদন্তে উঠে আসে, স্বামীকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে মিলে ছক কষেন প্রগতি। ২ লক্ষ টাকা দিয়ে তাঁরা রামাজি চৌধুরী নামে এক সুপারি কিলারকে ‘অপারেশনের’ দায়িত্ব দিয়েছিলেন। নববধূর মুখ দেখে শ্বশুরবাড়ির তরফে যে তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল, তা দিয়েই ভাড়া করা হয় শ্যুটার। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে বধূ, তাঁর প্রেমিক ও সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ