বিয়ে বাড়িতে গিয়ে টাকা দিয়ে তবেই খাবার খেতে হল অতিথিদের, কোথায় ঘটলো এমন আজব ঘটনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন বলেই হাজির হওয়া। এখন আবার ডেসটিনেশন ওয়েডিংয়ের যুগ। অনেকে বিয়ে নিজের শহরে নয়, বরং কোনও সুন্দর পাহাড়, জঙ্গল, নদী, সবুজ প্রকৃতি ঘেরা জায়গায় করে থাকেন।

কেউ আবার বেছে নেন রাজকীয় কোনও প্রাসাদ বা কোনও দুর্গকে। যাঁর যেমন পছন্দ। এজন্য বিপুল অর্থ ব্যয়ও করতে হয়। তবে যাঁদের সামর্থ্য আছে তাঁরা এই অর্থ ব্যয় করতে পিছপা হন না। বরং গুরুত্ব দেন ডেসটিনেশন ওয়েডিংকে।

এমনই একটি ডেসটিনেশন ওয়েডিংয়ের আয়োজন হয়েছিল ইতালির ফ্লোরেন্সে। এই বিয়েতে যাঁরা আমন্ত্রিত হয়েছিলেন তাঁরা অধিকাংশই হাজির হন কানাডার ভ্যাঙ্কুভার থেকে।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

কানাডার ভ্যাঙ্কুভার থেকে প্রিয়জনের বিয়েতে যোগ দিতে তাঁদের নেহাত কম খরচ হয়নি। কারণ এজন্য তাঁদের মোটা টাকা খরচ করে বিমানের টিকিট কাটতে হয়। এছাড়া ইতালিতে থাকার জন্য নিজেদেরই হোটেলের বন্দোবস্ত করতে হয়। যার খরচও নেহাত কম নয়।

এই এত খরচ করে বিয়েতে যোগ দেওয়ার পর তাঁদের জানানো হয় ওয়েলকাম ডিনারের টাকা তাঁদেরই দিতে হবে। যাঁরা তাঁদের নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন তাঁরা দেবেন না।

এখানে বলে রাখা ভাল যে ওয়েলকাম ডিনার হল বিয়ের আগের দিন রাতের খাবার। ওই খাবারের প্লেটের খরচ ধার্য হয়েছিল ৪০ ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৮০০ টাকা।

বিপুল টাকা খরচ করে বিয়েতে যোগ দিতে এসে সেখানে রাতের খাবারের টাকাও তাঁদেরই দিতে হবে জেনে প্রবল ক্ষুব্ধ হন অতিথিরা। এমন আবার হয় নাকি! তাঁরা নিমন্ত্রিত! আবার খাবার টাকাও তাঁরাই দেবেন! বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করে নিজেদের ক্ষোভ উগরে দেন। যা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন