বিয়ে মানেই স্ত্রীর উপর মালিকানা নয় ! ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে ভাইরাল স্বামী

By Bangla News Dunia Dinesh

Published on:

boudi , women

 

Bangla News Dunia, দীনেশ :- বিয়ে করা মানে স্ত্রীর উপর মালিকানা পেয়ে যাওয়া নয়। সম্প্রতি একটি মামলায় এমনটা জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এনিয়ে মামলা হয়। সেই মামলা খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। তার আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

বিচারপতি বিনোদ দিবাকরের মন্তব্য, ওই ব্যক্তি বৈবাহিক সম্পর্কের পবিত্রতাকে লঙ্ঘন করেছে। আদালতের পর্যবেক্ষণ, স্ত্রীর আস্থা, বিশ্বাস এবং ভরসাকে স্বামী সম্মান করবেন, এটাই আশা করা হয়। বিশেষ করে দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের প্রেক্ষিতে তা আরও বেশি কাম্য। বিয়ে কখনই স্ত্রীর উপর স্বামীর মালিকানা নয়। স্ত্রীর নিজস্ব অধিকার এবং ইচ্ছা রয়েছে। তাঁর গোপনীয়তাকে সম্মান করা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার জন্য নয়, এটি সম্পর্কের ক্ষেত্রে একটি নৈতিক বাধ্যবাধ্যকতাও বটে।

২০২২ সালে উত্তরপ্রদেশের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান তাঁর স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তবে ওই মামলা খারিজ করতে চেয়ে আদালতে আবেদন জানায় অভিযুক্ত।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন