Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে। যে সমস্ত গ্রাহকদের HDFC Bank এ একাউন্ট রয়েছে, HDFC Bank Bonus Share Issue এর জন্য তাদের প্রচুর টাকা লাভ হতে চলেছে। অনেকের মতে এই টাকার পরিমাণ সর্বকালীন রেকর্ড ভেঙ্গে দিতে পারে। ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী 1:1 অনুপাতে এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যুর ঘোষণা করলো HDFC Bank. এবার এই প্রথমবারের জন্য কোন বেসরকারি ব্যাংক এত পরিমাণ শেয়ার ইস্যুর ঘোষণা করেছে।
HDFC Bank Bonus Share Issue Record Date
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে HDFC Bank Bonus Issue এর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত শনিবার এই ব্যাংকের পক্ষ থেকে প্রথম এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যুর ঘোষণাটি হয়েছে। ব্যাংকের তরফে শেয়ার বরাদ্দের যে অনুমোদন করা হয়েছে তাতে মুখে হাসি ফুটবে অনেকেরই। শেয়ার হোল্ডারদের তো অবশ্যই। ব্যাঙ্কের বোর্ডের পক্ষ থেকে এবার 1:1 অনুপাতে বোনাস শেয়ারের বরাদ্দের অনুমোদন করা হলো।
এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার এর শর্তাবলী
HDFC Bank Bonus Share এর সুবিধা পেতে ব্যাংকের তরফে ইস্যুর জন্য কিছু শর্তাবলী রাখা হয়েছে। যা অবশ্যই মানতে হবে। ইস্যুর শর্তাবলীতে বলা হয়েছে শেয়ারহোল্ডাররা প্রতি এক টাকা ফেস ভ্যালুর সম্পূর্ণ পেড আপ ইকুইটি শেয়ারের জন্য এক টাকা ফেস ভ্যালুর একটি সম্পূর্ণ পেড আপ ইকুইটি শেয়ার পাবেন। তবে আর যাই হোক ব্যাংকের এই সিদ্ধান্ত অবশ্যই মাইলফলক হতে চলেছে।
তথ্য বলছে, প্রতিষ্ঠার পর থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এর আগে কখনও বোনাস ইস্যু করেনি বা এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু সংক্রান্ত এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। যদিও ইতিমধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে এই বোনাস ইকুইটি শেয়ারের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, চলতি মাসেই সেই তারিখ। রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে 2025 সালের 27 আগস্ট তারিখে।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বোনাস ইস্যু ছাড়াও ব্যাঙ্কের বোর্ডের পক্ষ থেকে 2025-26 আর্থিক বছরের জন্য প্রতিটি এক টাকা ফেস ভ্যালুর শেয়ারের জন্য 5 টাকা করে বিশেষ অন্তর্বর্তী লভ্যাংশ প্রদানে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ ফেস ভ্যালুর হিসাবে প্রায় 500% লভ্য়াংশ প্রদান করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণা হওয়ার সঙ্গেই এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যু ও বিশেষ লভ্যাংশ প্রদানের বিষয়ে জানিয়েছে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাছাড়া এও জানা যায় যে, যারা যোগ্য শেয়ারহোল্ডার তাঁরা ২০২৫ সালের ১১ আগস্ট এর পর থেকে ধাপে ধাপে লভ্যাংশ পেতে শুরু করবেন।
উপসংহার
হিসেব বলছে, বাজার বন্ধের সময় সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে HDFC Bank এর শেয়ারের দাম প্রায় 1.49 শতাংশ কমে হয়ে হয়েছে 1957.40 টাকা। আবার, ব্যাঙ্কের মোট ইন্টারেস্ট ইনকাম বার্ষিক নিরিখে মোটামুটি 6 শতাংশ বেড়ে হয়েছে 77470 কোটি টাকা। তবে ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা দারুণভাবে প্রভাব ফেলছে। যার ফলে এ বছর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট স্টকটির দাম 12 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যার লাভ পাবেন ব্যাংকের গ্রাহকেরা। আর আশা করা যাচ্ছে, এই এইচডিএসি ব্যাংকের শেয়ার আরও ঊর্ধ্বগতিতে ছুটবে।
আরও পড়ুন:- 5 টাকার নোট থাকলে পাবেন 6 লক্ষ টাকা, কীভাবে তা সম্ভব? জেনে নিন
আরও পড়ুন:- এটাই দেশের সবথেকে সস্তা SUV, একদম জলের দরে, জেনে নিন দাম