‘বিরিয়ানি চাই, পড়ুয়ার দাবিতে বদল হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেনু? রইল ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পছন্দ নয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার। তার চাই বিরিয়ানি এবং চিকেন ফ্রাই। প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপমা খেয়ে বিরক্ত তারহাজুল এস শঙ্কর ওরফে শঙ্কু। তাই বিরিয়ানি এবং চিকেন ফ্রাই খেতে চেয়ে মায়ের কাছে আবদার করেছিল কেরালার ওই শিশু। ঘরে ছেলেকে বিরিয়ানি খাওয়ানোর সময়ে সেই আবদারের কথা ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তার মা। শঙ্কুর ওই আবদারের কথায় মন গলেছে কেরালের স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী বীণা জর্জ-এর। ওই শিশুর আবদার মেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বদল আনা যায় কি না তা চিন্তাভাবনা করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। তারপরেই দক্ষিণ ভারতের এই রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য তালিকায় বদল আনার সম্ভবনা দেখা দিয়েছে।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হয়। সেই তালিকায় গুরুত্ব পায় স্থানীয় খাবার। এই নিয়ম মেনেই কেরালের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় উপমা। কেরলের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জানিয়েছে, তাঁদের সরকারের আমলে সেখানের প্রায় ৩৩ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম এবং দুধ দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের খাবার দেওয়ার কাজ শুরু করেছে। আরও কী ধরনের খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। শঙ্কু যে আবদার করেছে তাও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:- নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন

ওই শিশুর আবদার জানিয়ে ভিডিয়ো এখন ভাইরাল। তাতে দেখা গিয়েছে, টুপি পরে ওই শিশুটি বিরিয়ানি খাচ্ছে। সেই সঙ্গে সে জানিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপমার বদলে বিরিয়ানি এবং চিকেন ফ্রাই চায় তার।

শঙ্কুর মা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো দেওয়ার পরেই তিনি অনেক ফোন পেয়েছেন। ফোন করে তাঁরা ছেলের জন্য বিরিয়ানি এবং চিকেন ফ্রাই এনে দেবেন বলে জানিয়েছেন। ওই ভিডিয়ো নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন বীণা জর্জ। শঙ্কুর এই আবদারের কথা চিন্তাভাবনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শঙ্কু, তার মা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন