Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশেষ উপায়ে স্মরণ করুন মা লক্ষ্মী ও গণেশকে ! সংসারে একাধারে সুখ ও সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী এবং গণেশ বাপ্পাকে পূজা করা উচিত। তাহলে আপনার সংসার সুখের ও আর্থিক দিক থেকে কোন অভাব থাকবে না। মাতা লক্ষী হলেন ধনরত্নের দেবী। তাঁকে ভক্তি ভরে ডাকলে কোন ভক্তকে ফেরান না। কথায় বলে লক্ষী বড়োই চঞ্চলা। তিনি বেশি দিন ভক্তের ঘরে স্থায়ী থাকেন না। তাই তাকে ডাকুন ভক্তি ভরে।
তাই মা লক্ষীর সঙ্গে যদি গণপতি বাপ্পাকে একই সাথে রেখে আরাধনা করেন, তাহলে আপনার সুখ সমৃদ্ধি সংসারে চির স্থায়ী হবে। শাস্ত্রে বলে মা লক্ষী সন্তান লাভের জন্য খুব ব্যাকুল ছিলেন, তখন তাঁর পাশে এসে দাঁড়ান মাতা দুর্গা। মা লক্ষীর সন্তান না হওয়ার জন্য তাকে মা দুর্গা তাঁর নিজের সন্তান গণেশকে লক্ষী দেবীর হাতে তুলে দেন। আর বিধান দেন লক্ষী যেন কখনই গণেশকে তাঁর কাছ ছাড়া না করেন যেন তাঁর পাশে থাকনে।
আরো পড়ুন :- মা লক্ষীর কৃপা পেতে বৃহস্পতিবার মাকে এই জিনিসগুলি অৰ্পন করুন
উলেখ্য সেই কারণে মা লক্ষী যেখানে যান, তাঁর সঙ্গে সেখানে গণেশ দেবও যান। তাই মা লক্ষী ও গণেশ দেবকে এক সাথে পূজো করলে সকল মনবাঞ্ছা পূর্ণ হবে। আপনার আর্থিক ভাঁড়ার শূণ্য হবে না। অন্য দিকে গণপতি বাপ্পার আশির্বাদে আপনার শুভ বুদ্ধির উদয় ঘটবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ঘটবে। বাচ্চাদের পড়াশুনার উন্নতি হবে। অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না।
Highlights
1. বিশেষ উপায়ে স্মরণ করুন মা লক্ষ্মী ও গণেশকে !
2. অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না
#মা লক্ষ্মী #গণেশ