Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় সরকার চালু করেছে পিএম কৌশল বিকাশ যোজনা (PM Kaushal Yojana). এই দেশের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য এক সুবর্ণ সুযোগ। এই প্রকল্পে শিক্ষার্থীরা প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি ট্রেনিং শেষে চাকরি পাবেন। শুধু তাই নয়, মিলবে মোটা টাকার বৃত্তি। যারা এই প্রকল্পে এখনো আবেদন করেননি অতি দ্রুত নিজের অ্যাপ্লিকেশন সাবমিট করুন।বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।
Central Government PM Kaushal Yojana
কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প (Government Scheme) চাকরিপ্রার্থী তরুন তরুণীদের মুখে হাসি ফুটিয়েছে। বর্তমানে যে সকল তরুণ তরুণীরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের জন্য এটি অবশ্যই একটি ভালো সুযোগ। কারণ এই যোজনা চাকরিক্ষেত্রে যুবক-যুবতীদের আরও সমর্থ করবে। পাশাপাশি, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে এই প্রকল্প সাহায্য করবে বলেই ধারণা করা যায়।
আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন
এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সুবিধা পাবেন?
পিএম কৌশল বিকাশ যোজনার (PM Kaushal Vikas Yojana) আওতায় একজন ব্যক্তি তিনি প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তিও পাবেন। আর্থিক সাহায্যের পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার উদ্দেশ্যে এই প্রকল্প রূপায়ণ করেছেন।
গত 2015 সালে পিএম কৌশল বিকাশ যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে। ইতিমধ্যে জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে চাকরিপ্রার্থীদের 40টি সরকারি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়। সাথে প্রশিক্ষণের মেয়াদ শেষে তাঁদের প্রদান করা হবে সার্টিফিকেট।
আরও পড়ুন:- কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন
এই প্রকল্পের আওতায় মিলবে বৃত্তি!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পিএম কৌশল বিকাশ যোজনার মাধ্যমে একজন ট্রেনিংপ্রাপ্ত যুবক ও যুবতী দের প্রতিমাসে বৃত্তি বাবদ দেওয়া হয় ৮ হাজার টাকা। ইতিমধ্যে দেশের 1.6 কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন
প্রকল্পে আবেদন পদ্ধতি ও যোগ্যতা
এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চাইলে ১৫ থেকে ৪৫ বছর ও ১৮ থেকে ৫৯ বছরের আবেদনকারী প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের আওতায় মূলত তিন ধরনের কোর্স করানো হয়। সেগুলি হল, স্বল্পমেয়াদী, বিশেষ প্রকল্প ও প্রায়র লার্নিং। অল্প মেয়াদি ও বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে আবেদন করতে পারবেন ১৫ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা। প্রায়র লার্নিংয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রকল্পে প্রশিক্ষণ নিতে চাইলে আপনাকে অনলাইনে www.skillindiadigital.gov.in ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে।
উপসংহার: এই প্রকল্পের বিস্তারিত বিবরণ পাবেন অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে। বিস্তারিত বিবরণ দেখে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করুন।