Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভ্রমণ মানে শুধু কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে ঘুরতে যাওয়া নয়। নতুন কিছু দেখা, জানা, চেনার সুযোগও থাকে। আবার কারও কাছে ভ্রমণ একটা নেশা। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। নতুন শহর, নতুন দেশ, পাহাড়, জঙ্গল, সূর্যাস্ত দেখার নেশায় কেউ কেউ ছুটে বেড়ান বিশ্বের এ প্রান্ত থেকে সে প্রান্ত। বিশ্বের এমন বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে তিল ধারণের জায়গা নেই। পর্যটকদের উপচে পড়া ভিড় সেই সব জায়গায়। ইউএন ট্যুরিজমের বিশ্ব পর্যটন ব্যারোমিটার অনুসারে, ২০২৪ সালে প্রায় ১.৪ বিলিয়ন মানুষ ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছেন। সেখান থেকে বিশ্বের ৯ জায়গার দৃশ্য ধরা পড়েছে, যেখানে পর্যটকদের অস্বাভাবিক ভিড়।
ভ্যাটিকান সিটি
১২১ একর জায়গায় গড়ে উঠেছে আস্ত একটা দেশ। বিশ্বের ক্ষুদ্রতম দেশে ১ হাজারেরও কম মানুষ বাস করেন। ইতিহাস, সংস্কৃতি, শিল্পের টানে প্রতি বছর এখানে ৬.৮ মিলিয়ন মানুষ বেড়াতে যান। সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান মিউজিয়াম, অ্যাপোস্টোলিক প্রাসাদ, ভ্যাটিকান গার্ডেন ইত্যাদি জায়গা ঘুরে দেখেন দেশ-বিদেশের পর্যটকেরা।
অ্যান্ডোরা
পশ্চিম ইউরোপের পাইরেনিস পর্বতমালার কোলে ছোট্ট পাহাড়ি দেশ অ্যান্ডোরা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ছবির মতো সাজানো গ্রাম দেখতে বহু পর্যটক ভিড় করেন অ্যান্ডোরায়। প্রায় ৮১ হাজার মানুষের বাস এখানে। প্রতি বছর প্রায় ৯.৬ মিলিয়ন পর্যটক আসেন এই দেশে।
সান মারিনো
দক্ষিণ ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো। গোটা দেশকে ঘিরে রয়েছে ইতালি। এখানে মাত্র সাড়ে ৩৩ হাজার মানুষের বাস। প্রতি বছর এই দেশে প্রায় ২ মিলিয়ন পর্যটক বেড়াতে যান।
বাহামা
কিউবার উত্তরে এবং ফ্লোরিডার দক্ষিণ-পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থিত বাহামা দ্বীপপুঞ্জে বহু মানুষ ছুটি কাটাতে যান। প্রায় ১১ মিলিয়ম মানুষ বাহামার সমুদ্রতটে প্রতি বছর ছুটি কাটান।
সেন্ট কিট্স ও নেভিস
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত সেন্ট কিট্স ও নেভিস। প্রতি বছর এই যমজ দ্বীপে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। বছরে গড়ে প্রায় ৮ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করেন সেন্ট কিট্স ও নেভিসে। গ্রীষ্মকালে সমুদ্রের তীরে এখানে ছুটি কাটাতে পছন্দ করেন অনেকেই।
অ্যান্টিগা ও বার্বুডা
গ্রীষ্মকালে সমুদ্র সৈকতগুলোয় পর্যটকদের ভিড় বাড়ে। তার উদাহরণ চোখে পড়ে অ্যান্টিগা ও বার্বুডায়। প্রতি বছর এই দুই সমুদ্র সৈকতে প্রায় ১.১ মিলিয়ন পর্যটক বেড়াতে যান।
বাহরাইন
পারস্য উপসাগরের কোলে ৫০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বাহরাইন। এখানকার জনসংখ্যা প্রায় ১.৬ মিলিয়ন এবং প্রতি বছর এখানে ১৪.৯ মিলিয়ন মানুষ বেড়াতে যান। বিশেষত শীতকালে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যান বাহরাইনে।
মোনাকো
মাত্র দুই বর্গ কিলোমিটার জায়গায় গড়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো। মাত্র ৩৮ হাজার মানুষের বাস মোনাকোতে। তবে প্রতি বছর ৩ লক্ষ ৪০ হাজার পর্যটক বেড়াতে যান এই দেশে।
ডুব্রোভনিক
ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক ইউরোপের পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। মাত্র ৪২ হাজার মানুষের বাস ডুব্রোভনিকে। ‘গেম অফ থ্রোনস’ আরও জনপ্রিয় করেছে এই শহরকে। প্রতি দিন কয়েক হাজার পর্যটক আসেন এই শহরে ঘুরতে।
আরও পড়ুন:- GST রিফর্মের আবহে নজর থাকবে এই ২৬ স্টকে, পজ়িটিভ প্রভাব পড়তে পারে এই সমস্ত স্টকে
আরও পড়ুন:- বিনামূল্যে পরিষেবা দিয়েও Google Pay এবং PhonePe কীভাবে কোটিপতি হচ্ছে? জানুন রহস্য