বিশ্বের ১০টি দেশ যেখানে সোনার দাম সবচেয়ে কম , ভারতের তুলনায় কত সস্তা জানেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সোনা (Gold) শুধুমাত্র অলংকার বা বিনিয়োগের জন্য নয়, এটি সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তবে বিশ্বব্যাপী সোনার দাম কিন্তু এক নয়। বিভিন্ন দেশের শুল্ক, আমদানি কর এবং বাজারে চাহিদার কারণে সোনার দাম ভিন্ন ভিন্ন হয়। ২০২৫ সালে কিছু দেশ ভারতের থেকে অনেক কম দামে সোনা বিক্রি করছে। যার ফলে এই দেশগুলি সোনার কেনাকাটার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক এমন ১০টি দেশ সম্পর্কে, যে দেশগুলিতে সোনার দাম সবথেকে কম।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

ভারতে ২০২৫ সালের সোনার দাম কত? | Gold Price In India |

যদি ভারতের কোথায় আসি তাহলে ভারতে ২০২৫ সালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮,০৪০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮০,৭০০/- টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বেশ কিছু দেশে আমদানি শুল্ক কম থাকায় সোনার দাম তুলনামূলকভাবে ভারতের থেকে অনেকটাই কম। 

কোন ১০টি দেশে সোনার দাম সবচেয়ে কম ?

সস্তার সুবিধা তো সবাই নিতে চায়। এজন্যে সোনার সস্তা দামের সুবিধা নিতে অনেকেই বিদেশে চলে যান। বিশেষ করে দুবাই, হংকং, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে তুলনামূলকভাবে সোনার দাম ভারতের থেকে অনেকটাই কম। সেরকমই কয়েকটি দেশ হল-

১) যুক্তরাষ্ট্র- যুক্তরাষ্ট্রে সোনার দাম সবচেয়ে কম। এখানে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ভরিতে খরচ পড়বে ৭২,০৯০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ভরিতে খরচ পড়বে ৬৭,৭৫০/- টাকা। 

২) অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৭৪,১৬০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৬৭,৬১৯/- টাকা।

৩) সিঙ্গাপুর- সিঙ্গাপুরে প্রতি ভরি ২৪ ক্যারেট সোনার দাম ৭৭,০২৯/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৬৯,৩২০/- টাকা।

৪) সুইজারল্যান্ড- সুইজারল্যান্ডে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭৯,৮৩০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭৩,৩৭০/- টাকা। 

৫) ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,৪২০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৬৬০/- টাকা। 

আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত

৬) তুরস্ক- তুরস্কে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,৩১০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৪০/- টাকা।

৭) মালাওই- মালাওই-এ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৮০,৩১০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৭৩,৫৭০/- টাকা।

৮) হংকং- হংকং-এ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,২৫০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৩০/- টাকা।

৯) কলম্বিয়া- কলম্বিয়াতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০,২৬০/- টাকা এবং ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৭৩,৫৩০/- টাকা।

১০) দুবাই- দুবাইয়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮২,৩৯০/- টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৭৬,৬৬০/- টাকা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন