বিশ্বে ৫০০ শহরের মধ্যে দ্বিতীয় হল কলকাতা, কোন মূল্যায়নের নিরিখে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বের বিভিন্ন শহরেই ব্যস্ততা তুঙ্গে থাকে। প্রচুর গাড়ি, মানুষ। এরমধ্যে যানজটের নিরিখে বা রাস্তায় গাড়ির গতি হিসাব করে বিশ্বের ৬২টি দেশের ৫০০টি শহর পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করেছে দ্যা টমটম ট্রাফিক ইনডেক্স।

সেই তালিকা অনুযায়ী বিশ্বের মন্থরতম ১০টি শহরের নাম সামনে এসেছে। এই তালিকায় কোনও একটি দেশের সর্বাধিক শহরের নাম খুঁজতে গেলে নজর কাড়ছে ভারতের নাম। কারণ ভারতই একমাত্র দেশ যার ৩টি শহর প্রথম ১০টি মন্থরতম শহরের তালিকায় জায়গা পেয়েছে।

সেই তালিকায় সবচেয়ে প্রথমেই নাম রয়েছে কলকাতার। যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে মন্থরতম শহর হিসাবে পরিগণিত হয়েছে কলম্বিয়ার ব‌্যারেনকিলা। তারপরই বিশ্বের সবচেয়ে মন্থর শহর হল কলকাতা। কলকাতা রয়েছে ২ নম্বরে।

আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো

ভারতের ৩টি শহরের নাম রয়েছে তালিকায় পরপর। ২ নম্বরে কলকাতা, ৩ নম্বরে বেঙ্গালুরু ও ৪ নম্বরে রয়েছে পুনে শহরের নাম। অর্থাৎ বিশ্বের প্রথম ১০টি মন্থরতম শহরের মধ্যে ভারতের ৩টি শহর ২, ৩ এবং ৪ নম্বরে জায়গা পেয়েছে। তারমানে এটাও বলা যায় যে বিশ্বের প্রথম ৫টি মন্থরতম শহরের মধ্যে ভারতেই ৩টি শহর রয়েছে।

তালিকার ৫ নম্বরে রয়েছে লন্ডন শহরের নাম। ধীরের নিরিখে এরপর ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের কিয়োটো শহর, সপ্তম স্থানে পেরুর লিমা শহর, অষ্টমে ফিলিপিন্সের দাভাও শহর, নবমে পেরুর ট্রুজিলো শহর এবং দশম স্থানে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন।

তালিকায় ভারতের ৩টি এবং পেরুর ২টি শহর বাদে অন্য দেশের একটি করে শহরই জায়গা পেয়েছে। উত্তর আমেরিকা ও আফ্রিকা মহাদেশের একটিও শহর এই তালিকায় নেই।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন