বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান ! জবাব ভারতের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : পাকিস্তানের মিথ্যা অভিযোগের কড়া জবাব দিল ভারত ৷ বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক কাণ্ডে নিজেদের দোষ ঢাকতে ভারতের দিকে আঙুল তুলেছে শেহবাজ শরিফের দেশ। তারই পাল্টা জবাব ভারতের । শুক্রবার বিদেশ মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানায়, “পুরো বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়। পাকিস্তানের উচিত নিজেদের সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের উপর আঙুল তোলার পরিবর্তে নিজের দিকে তাকানো।”বালুচিস্তানের কোয়াটায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাফর এক্সপ্রেসের যাত্রীদের অপহরণের ঘটনা ঘটে

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলার পর বুধবার রাতে বিদ্রোহীদের হত্যা করার খবর নিশ্চিত করেছে দেশের সরকারি মিডিয়া রেডিয়ো পাকিস্তান ৷ এর পাশাপাশি 21 জন যাত্রী এবং পাক সেনার আধা সামরিক বাহিনীর 4 জওয়ানের মৃত্যুর খবর দিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অবশ্য বেশ কয়েকজন পণবন্দির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ এদিকে বিএলএ জানিয়েছে, জাফর এক্সপ্রেসের 50 জন পণবন্দিকে তারা হত্যা করেছে ৷

সেই ঘটনাতেই ভারতের কাঁধে দোষ ঠেলার চেষ্টা পাকিস্তানের। ইসলামাবাদের দাবি, ভারত এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে। পাকিস্তানের এই মিথ্যা দাবির প্রতিবাদ জানিয়ে এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের ভিত্তিহীন মিথ্যা দাবি খারিজ করছি আমরা। গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের ভরকেন্দ্র কোথায় ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন