বিশ্ব ব্যাঙ্কের হুঁশিয়ারি ভারতকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :-  করোনা ভাইরাস এখনো যেসব জায়গায় ছড়ায়নি সেসব জায়গাতেও পরিযায়ী শ্রমিকদের জন্য এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই শ্রমিকরা যেসব জায়গাতে কাজ করে সেখানে তারা কোনো সামাজিক দূরত্ব মানছে না ,ফলে ভাইরাস ছড়িয়ে পড়ার চান্সটাও খুব বেশি।একটি রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক একথা জানিয়েছে। পরিযায়ী শ্রমিকদের এই ভাইরাসের বাহক বলা হচ্ছে।ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়াতেই এই সমস্যা। কারণ এই অঞ্চলের জনঘনত্ব খুব বেশি।

[ আরো পড়ুন :- টাকা নেই করোনা মোকাবিলার , ঋণ মুকুবের দাবি পাকিস্তানের ]

গরীবরাও এই পরিযায়ী শ্রমিকদের মতোই বস্তি এলাকায় থাকে। ফলে তাদের মধ্যেও করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল। আর বস্তি অঞ্চলে সামাজিক দূরত্ব মেনে চলা প্রায় অসম্ভব। এছাড়াও তাদের কাছে যথেষ্ট পরিমানে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান নেই। স্বাভাবিকভাবেই গোষ্ঠী সংক্রমণ ঠেকানো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ

এই সব দিক বিবেচনা করেই বিশ্ব ব্যাঙ্কের  পরামর্শ রিভার্স মাইগ্রেশন  নিয়ে যে বড় তথ্য ভান্ডার আছে ও ডিজিটাল ডেটা এনালাইসিসের যে সুযোগ আছে তা বিশ্লেষণ করে ভারতকে হটস্পট জায়গা গুলো চিহ্নিত করতে হবে। আর তা না পারলে সব পরিযায়ী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দিয়ে আটকে রাখা হোক। যে যেখানে আছে সেখানেই তাদের খাবার ও থাকার ব্যবস্থা হোক।

[ আরো পড়ুন :- এবারে ৮৫ লক্ষ পরিবার পাবেন বিনামূল্যে গ্যাস , জেনেনিন আপনি কী আছেন সেখানে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন