Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিষে বিষে বিষক্ষয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে দুটি রোগ একসাথে হবার ফলে শাপে বর হয়েছে। তার দুটি রোগ একসাথে হয়েছিল , এক হল বহু বছর ধরে চলে আসা পুরনো রোগ ডেঙ্গু, অন্যটি হলো সম্প্রতি মহামারী আকার ধারণ করা করোনা। আক্রান্তের প্রেসক্রিপশনে লেখা রয়েছে সেই কথাই, কোভিদ পজিটিভ নিউমোনিটিস ডেঙ্গু। প্রথমে দুটি রোগ একসাথে দেখে দিশেহারা হয়ে পড়ে পরিবার থেকে চিকিৎসক সকলেই। কোন রোগ থেকে আগে বাঁচানো হবে রোগীকে, তাই নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকে চিকিৎসকদের মধ্যে। তবে ডেঙ্গু হওয়ায় তার জীবন বেচে যাবে তা হয়তো কল্পনা করতে পারেনি স্বয়ং চিকিৎসকরাও।
করোনা হলে অনেক সময় থ্রম্বোসিস হয়। লোহিত রক্ত কণিকার ওপর হামলা করে এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে অনুচক্রিকা গুলি জমাট বেঁধে রক্তনালীতে ক্লট তৈরি করে ফেলতে পারে। করোনার ক্ষেত্রে এটাই হলো সবথেকে বড় সমস্যা। ফুসফুসে ক্লট গেলে হয় পালমোনারি এম্বোলিজম, হাটে গেলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন।এসমস্ত সমস্যায় আটকাতে অনেক সময় রোগীকে এন্টিকোয়াগুলেটরী ওষুধ দেওয়া হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সেই উপায়ও ছিল না, কারণ এই রোগী একইসঙ্গে ডেঙ্গু রোগী ছিল।
তবে ৫২ বছরের দিলীপ কর্মকার এর ক্ষেত্রে তা যে আশীর্বাদ হয়ে যেতে পারে তা সত্যি ভাবা যায়নি। কোমর্বিডি থাকা সত্ত্বেও রোগীর শরীরে ডেঙ্গুর উপসর্গ থাকার কারণে সহজে জয় করতে পেরেছেন কলকাতার এই বাসিন্দা। টালিগঞ্জের হাসপাতালের চিকিৎসকরা অন্তত এমনটাই মনে করছেন। গত পহেলা আগস্ট টালিগঞ্জের এই হাসপাতালে ভর্তি হন গোলাম মোহাম্মদ শাহ রোডের বাসিন্দা দীলিপবাবু। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখেই তার চিকিৎসা করা হচ্ছিল, বেড নাম্বার ছিল এক। দীলিপবাবু রক্তচাপের সমস্যা ছিল।
কিন্তু ভর্তির সময় তা রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু শরীরে ছিল শ্বাসকষ্ট। তাহলে কিভাবে এত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠলেন? চিকিৎসক জানান , যেহেতু আক্রান্ত শরীরে ডেঙ্গু এবং করোনা দুটি রোগের উপসর্গ ছিল, তাই সে দুটি রোগ একে অপরের পরিপূরক হওয়াটা আশ্চর্যের কিছু নয়। দীলিপবাবুর প্লেটলেট এর পরিমান অত্যাধিক কমে গিয়েছিল, সেই কারণেই ক্লট এর সম্ভাবনাও কমে। তবে এতটা সহজে সমীকরণ না করাই ভালো। এর জন্য ভবিষ্যতে অনেক গবেষণা করা দরকার। দীলিপ বাবুর ক্ষেত্রে যা জীবনদায়ী হয়েছে, অন্য ক্ষেত্রে তা নাও হতে পারে।
Highlights
1. বিষে বিষে বিষক্ষয়
2. করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে দুটি রোগ একসাথে হবার ফলে শাপে বর হয়েছে
#Dengue #COVID