রেজিনগর: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। ডোমকলের পর এবার রেজিনগর (Rejinagar)। গতকাল রাতে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের (Bomb blast) শব্দে আঁতকে ওঠেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু করে তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিস্ফোরণস্থল লাগোয়া এলাকায় বোমা ও বোমার মশলা পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য ডাকা হয় বোম স্কোয়াডকে। আশপাশে থাকা ফাঁকা জমিতে কেন বোমা বাঁধা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।
এদিকে গতকাল রাতে বিস্ফোরণের পর থেকে ওসমান বিশ্বাস এক স্থানীয় বাসিন্দা নিখোঁজ। এদিন সকালে তাঁর পরিবারের লোকেরা তন্ন তন্ন খুঁজেও তার খোঁজ পাননি। ওসমান বিশ্বাসের স্ত্রী সামিরা বিবির দাবি, ‘শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ একটি বাইকে তিন জন এসে বাড়ি থেকে তাঁর স্বামীকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজনকে তিনি চিনতে পারলেও বাকি দুই জনের মুখ গামছায় ঢাকা ছিল।’







