Bangla News Dunia , অজয় দাস :- পাকিস্তান এমন এক দেশ যেখানের মানুষ এমন কাজ করেন যে তাদের কুকর্মের কথা সারা বিশ্বে ছড়িয়ে পরে না চাইলেও পাকিস্তানের এই কুকর্মের কথা আন্তর্জাতিক মিডিয়া গুলি প্রসার করতে বাধ্য হয়। কারণ তারা যা করে তা সত্যই বিস্ময়কর।
এর আগে দেখা গেছে যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের দুই কর্মী সেখানকার এক দোকান থেকে জিনিস চুরি করেছে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই বলেছেন যে সৌদি আরবে কর্মরত ব্যাক্তিরা যখন সেখানের পাকিস্তানী দূতাবাসে কোনো কাজের জন্য যান তখন তাদের সেই কাজ করার জন্য দূতাবাসের কর্মচারীরা তাদের থেকে ঘুষ নিয়ে থাকেন।
অথাৎ যেই দেশের দূতাবাসের কর্মচারীরা ঘুষ নিতে পারে বা চুরি করতে পারে সেই দেশের অবস্থা কি হতে পারে তা সকলেরই জানা। দূতাবাদ কোনো দেশের ছবিকে তুলে ধরে। কিন্তু পাকিস্তানের দূতাবাসের কর্মীরা পাকিস্তানের ছবি খারাপ করে সারা বিশ্বে। ঠিক একই রকম কাজ পাকিস্তানের ভিতরে আরো বেশি , সেখানে যেকোনো ছোট থেকে বড় কাজের জন্য ঘুষ দিতে হয়। তার প্রমান বিভিন্ন সময় পাওয়া গেছে।
আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ?
কিন্তু এবার পাকিস্তানের মধ্যে যা ঘটলো তা সত্যই সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। পাকিস্তানের লাহোরের ১৮ স্বাস্থ্যে আধিকারিককে ঘুষ নেবার জন্য সরকার তাঁদের উপর আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতি মধ্যেই এই স্বাস্থ্যে আধিকারিকদের কর্মবিরতি ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
মূলত এই আধিকারিকরা করোনা ভ্যাকসিন দেবার জন্য মানুষের থেকে ঘুষ নিচ্ছিলো। কিছু অভিযোগ পাবার পর সেখানকার প্রশাসন তাদের অভিযুক্ত পান। তার পরেই তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের মাধ্যমে এই খবরটি পাওয়া গেছে।
সারা বিশ্বে যখন মানুষ এই ভাইরাসের জন্য মারা যাচ্ছে। আর এই ভাইরাস থেকে বাঁচতে মানুষ চাইলেও করোনার ভ্যাকসিন পাচ্ছে না। এমন অবস্থায় পাকিস্তানের মানুষ ঘুষের বিনিময়ে ভ্যাকসিন লাগাতে বাধ্য হচ্ছে। সেখানকার সরকার মানুষকে ফ্রীতে ভ্যাকসিন লাগাবার ব্যবস্থা করা সত্বেও এমনটা ঘটছে পাকিস্তানে।
আরো পড়ুন :- বিশ্ব নেতাদের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর ! শান্তির জন্য হামাসের উপর হামলা চলবে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !