বিড়ালে রাস্তা কাটলে অশুভ হয় ? জানুন আসল কারণ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- খুব ছোট থেকে জেনে আসছি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিড়ালে রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয়। এটা নাকি অশুভ। কিন্তু কী কারন এর পিছনে এই রকম কারণ রয়েছে তা প্রায় অনেকেই জানেন না। শুধু আমাদের দেশেই না সমগ্র ইউরোপেও বিড়ালকে অশুভ বলে ধরা হয়। বিভিন্ন লেখকদের লেখা উপন্যাস, রূপকথা, ভৌতিক গল্প ও উপকথায় বিশেষ করে কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসাবে বর্ণনা করা বা দেখানোর বিশেষ প্রচলন রয়েছে প্রাচীন যুগ থেকে।

avilo home

বিভিন্ন ক্ষেত্র থেকে জানা যায় প্রাচীন কালে গরুর গাড়িতে করে মাল বওয়ার সময় রাস্তা দিয়ে বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে গরু গুলির মধ্যে এক প্রকার খুবই অস্থিরতা লক্ষ্য করা যেত। তখন চালকেরা গাড়ি থামিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে আবার তার গন্তব্যের দিকে রওনা দিতেন। পরে এই রেওয়াজ থেকে কুসংস্কারে পরিণত হয়। যা বর্তমানেও অনেকে মেনে আসছে।

তবে বিজ্ঞান গবেষকদের বক্তব্য, এটি কুসংস্কার নয়। বিড়ালের রাস্তা কাটা ও গাড়ি থামিয়ে দেওয়ার মধ্যে যুক্তি রয়েছে। তাঁরা বলছেন, রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়া বা হেঁটে যাওয়ার সময় কোনও বিড়াল রাস্তা পার হলে, তখন গাড়ি বা মানুষ দাঁড়িয়ে পড়ে। তার প্রকৃত কারণ হিসেবে ধরা হয় , সাধারণত বিড়াল জাতীয় প্রাণীরা তখন রাস্তা পারাপার করে যখন পিছন থেকে অন্য কোন বড় আকৃতির পশু তাড়া করে। সেই ক্ষেত্রে বিড়ালকে দেখার পর একটু দাঁড়িয়ে গেলে ভালো হয়। এতে বিশেষ করে বিপদের সম্ভাবনাও কমে যায়। তবে এর পিছনে অন্য কারণ নেই।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

 

বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়লো ভারত , তৈরী হলো ইতিহাস ! দেখুন ভিডিও

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন