Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিয়ে হতে অসুবিধা , কোনো ভাবেই বিয়ে ঠিক হচ্ছে না এই রকম নানা সমস্যা শুধু কুষ্ঠিতে বৃহস্পতি, শুক্রের দুর্বল বা অশুভ প্রভাবই নয়, বরং বাস্তু দোষও বিবাহে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় দেখা যায় শতচেষ্টার পরেও পছন্দমতো ও যোগ্য বর বা কনে না-পাওয়ায় বিয়েতে দেরি হয় অনেকেরই। বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি অনেক সময় নানান কাজে বাধা সৃষ্টি করে থাকে। বিবাহযোগ্য জাতক বা জাতিকাদের ভুল দিকে শয়নকক্ষ থাকার ফলে তাদের বিবাহে বিলম্ব হতে পারে। তবে বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় রয়েছে , যার সাহায্যে এই সকল বাধা দূর করা যায় —
আরো পড়ুন :- প্রচুর পরিশ্রম সত্ত্বেও সাফল্য আসছে না ? করুন এই সহজ টোটকা
১. শোবার ঘরের বিছানা কখনও সেই ঘরের দেওয়ালের সাথে লাগিয়ে রাখবেন না। একটু হলেও ফাঁকা রাখবেন। বাস্তু মতে এর ফলে বিবাহে দেরি হতে পারে।
২. বিবাহে ইচ্ছুক জাতক, জাতিকারা নিজের শয়নকক্ষের দেওয়ালে রাধা-কৃষ্ণ, শিব-পার্বতী বা কোনো সুখী দম্পতির ছবি লাগাতে পারেন।
৩. বাস্তু শাস্ত্র অনুযায়ী উত্তর-পশ্চিম কোণে বিবাহযোগ্য জাতকদের শয়নকক্ষ হওয়া উচিত। উত্তর-পশ্চিম কোণে না-হলেও উত্তর দিকে বা ঈশান কোনের কক্ষে থাকা যেতে পারে।
৪. যেই সকল যুবক বা যুবতীর বিয়েতে দেরী হচ্ছে, তাঁরা নিজের শয়নকক্ষে ( বেডরুমে ) জোড়া ম্যান্ডারিন হাঁসের মূর্তি রাখুন।
৫. বাড়ির দক্ষিণ দিকে কোনও অবিবাহিত জাতক – জাতিকা ঘুমালে তাদের শীঘ্র বিয়ে হয় না। আবার নৈঋত্য কোণে যে জাতক বা জাতিকা ঘুমায় তাদের বিবাহেও বিলম্ব হয়।
৬. বিবাহযোগ্য যুবক-যুবতীরা নিজের শয়নকক্ষের ভিতরে দক্ষিণ-পশ্চিম দিকে দুটি অ্যাক্টিভেটেড ক্রিস্টাল রাখুন। এর প্রভাবে তাড়াতাড়ি বিয়ে হবে এবং শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন।
৭. যে জাতক – জাতিকার বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে, তাঁদের শয়নকক্ষের দক্ষিণ-পশ্চিম কোনে ছুরি, কাঁচি বা কোনও তীক্ষ্ণ বস্তু রাখা উচিত নয়।
৮. বিবাহ যোগ্য জাতক – জাতিকাদের শয়নকক্ষের রঙ হওয়া উচিত হাল্কা গোলাপী বা সুন্দর কোনও রঙের । তবে কখনোই গাঢ় বাদামী, নীল এবং কালো রঙ ব্যবহার করবেন না। কারণ এই রঙ নেতিবাচক শক্তির স্তর বৃদ্ধি করে।
আরো পড়ুন :- দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তনে, এই ৪ রাশির মানুষদের ব্যাপক আর্থিক উন্নতির সম্বাভনা রয়েছে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )