Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রতিটি মানুষই বিয়ের জন্য লাল বেনারসি শাড়ি ক্রয় করে। যাতে করে নববধূ বিয়ের দিন লাল বেনারসি পরে বিয়েতে বসতে পারে। কিন্তু শাস্ত্র মতে এই লাল বেনারসির পরে বিয়েতে বসার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
ভালোবাসা বৃদ্ধি পায় :- লাল রং ভালোবাসার প্রতীক। শাস্ত্র মতে , বিয়েতে নববধূকে লাল রঙের বেনারসি পড়ালে দাম্পত্য জীবনে সুখ আসে। এছাড়া দাম্পত্য জীবনে প্রেম বৃদ্ধি পায়।
শক্তির প্রতীক :- লাল রং শক্তির প্রতীক। শাস্ত্র মতে লাল রঙের বেনারসি পরে বিয়েতে বসলে মহিলাদের মনে শক্তি বৃদ্ধি করে এতে করে নতুন সংসারে তাদের দাপট বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- দাম্পত্য জীবনে প্রেম ও সুখ – শান্তি বজায় রাখতে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি
ইচ্ছেশক্তি :- বিয়ে করা মানেই একটি নতুন জীবনে প্রবেশ করা। যেখানে সবকিছুই নতুন হতে চলেছে। আর নতুন জীবনে চলার জন্য নতুন ইচ্ছেশক্তির প্রয়োজন। আর এই ইচ্ছেশক্তির উপর নির্ভর করেই এগিয়ে যেতে হবে সারা জীবন। আর এই ক্ষেত্রে লাল বেনারসি অত্যান্ত গুরুত্বপূর্ণ।
ক্রোধ ও বিপ্লব :- লাল রংকে বিপ্লব ও বিদ্রোহের প্রতীক মনে করা হয়। সংসারে বিভিন্ন সময় ভালো খারাপ অবস্থা আসবে কিন্তু সেই বাঁধাকে মোকাবিলা করে দাম্পত্য জীবনে এগিয়ে যেতে হবে। জীবনে বিপ্লব ও বিদ্রোহ দুটোই থাকবে। আর এইক্ষেত্রে লাল রং খুবই কার্যকর ভূমিকা রাখে।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)