Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার সেরা কমার্স কলেজ বা বি কম অথবা বানিজ্য কলেজ গুলো সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়ে অনেকেই কমার্স কলেজে চরতি হতে চাইবেন তাদের জন্য আজকের এই আলোচনা দেখে নেওয়া খুবই জরুরি। উচ্চ মাধ্যমিক পাস করার পরেই প্রথম তাদের চিন্তা হয়ে দাঁড়ায় কমার্স নিয়ে পড়ার জন্য কলকাতার কোন কলেজ গুলো সুইটেবল হবে।
কলকাতার সেরা কমার্স কলেজ ভর্তি ও ক্যারিয়ার গাইড
আজকের এই প্রতিবেদনে কলকাতার সেরা সেরা কলেজ যেই গুলিতে কমার্স বিভাগ খুব ভালো পড়ানো হয়, এমন কয়েকটি কলেজের খোঁজ দেওয়া হবে। কোন বিষয় নিয়ে পড়ার জন্য যেমন পড়ুয়ার মেধাও নির্ভর করে সব থেকে বেশি, তবে কলেজের ওপরও ভালো মন্দ একটা ব্যাপার থাকে। দেখে নেওয়া যাক কমার্স এর জন্য কলকাতার সেরা কমার্স কলেজ কোনটি জেনে নেওয়া উচিত?
আরও পড়ুন:- আয়ুর্বেদিক পদ্ধতিতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পান। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন
কলকাতার সেরা কমার্স কলেজ সম্পর্কে জানুন
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ:- ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত, ভবানীপুর এডুকেশন সোসাইটি ‘ কলকাতার সেরা ১০টি সেরা বাণিজ্য কলেজের’ তালিকার প্রথম স্থানে রয়েছে। যোগাযোগের জন্য আপনারা ফোন: 033 4019 5555 ও 5 লালা লাজপত রায় সরণি, ভবানীপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ, এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করতে পারবেন।
গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন :- বাণিজ্য কলেজ গুলোর মধ্যে এই কলেজটি কলকাতার শীর্ষ বাণিজ্য কলেজের মধ্যে অন্যতম। ১৯০৫ সাল থেকে এই কলেজ থেকে পড়াশোনা করে অনেকেই বাণিজ্য বিভাগে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার নজির রেখেছে। ফোন : ০৩৩-২২৪১-২২১৬, ঠিকানা :- ২১০, বেপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা – ৭০০ ০১২।
কলকাতার সেরা কমার্স কলেজ তালিকা ২০২৫
জেডি বিড়লা ইনস্টিটিউট :- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত, জেডি বিড়লা ইনস্টিটিউট (জেডিবিআই) কলকাতার শীর্ষস্থানীয় বাণিজ্য কলেজ গুলির মধ্যে একটি। পাঁচ দশের করে ও বেশি সময় ধরে এটি একই ভাবে নিজের শিক্ষাগত উৎকর্ষতার মান ধরে রেখেছে। ২০২৩ সালে, তারা দেশব্যাপী ২২৫ টি কলেজের মধ্যে চিত্তাকর্ষকভাবে ৩১ তম স্থান অর্জন করেছিল। ফোন: ২৪৭৫৫০৭০/ ২৪৭৬৭৩৪০, ১১ লোয়ার রাউডন স্ট্রিট, কলকাতা- ৭০০০২০।
সেন্ট জেভিয়ার্স কলেজ :- ১৫৫ বছরের সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ সেন্ট জেভিয়ার্স কলেজ কেবল শিক্ষার স্থান নয়; এটি একটি ঐতিহ্য। কলকাতার অন্যতম শীর্ষ বাণিজ্য কলেজ হিসেবে এই কলেজ বিশেষ নজির গড়েছে। ফোন : ০৩৩-২২৫৫-১১০১, ৩০, মাদার টেরেসা সরণি, কলকাতা – ৭০০০১৬, পশ্চিমবঙ্গ, ভারত।
Best Bcom Colleges in Kolkata 2025
মৌলানা আজাদ কলেজ :- ১৯২৪ সালে প্রতিষ্ঠিত, মৌলানা আজাদ কলেজ একটি মর্যাদা পূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং কলকাতার প্রধান বাণিজ্য কলেজ গুলির মধ্যে অন্যতম। এই কলেজ শুধুমাত্র শিক্ষা দেওয়ার ক্ষেত্রেই নয়, শিক্ষার বাইরেও হোস্টেল, ছাত্র প্রকাশনা এবং সামগ্রিক উন্নয়নের কাজ করে থাকে। ফোন: 033 2973 0203, 8 রফি আহমেদ কিদওয়াই রোড, তালতলা, কলকাতা, কলকাতা – 700 013.
Best Commerce Colleges in Kolkata 2025
টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি :- ২০১২ সালে প্রতিষ্ঠিত, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই কলেজটি সময়ের সাথে সাথে বর্তমানে কলকাতার সেরা বাণিজ্যিক কলেজ হিসেবে পরিচিতি পেয়েছে। কলেজের পড়ুয়ারা কলেজ থেকে শিক্ষা লাভ করে গবেষণা ক্ষেত্রে অনেক স্বীকৃতি অর্জন করেছে। ফোন: ৯৮৩৬৫৪৪৪১৯ / ১৮ / ১৭ / ১৬, ২য় তলা, ইএম-৪, সল্টলেক সিটি, সেক্টর ভি, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৯১।
স্কটিশ চার্চ কলেজ :- ১৮৩০ সালে প্রতিষ্ঠিত, স্কটিশ চার্চ কলেজ কলকাতার একটি প্রাচীনতম বাণিজ্য কলেজ। বছরের পর বছর ধরে শিক্ষার মান কে একই জায়গায় ধরে রাখতে এই কলেজ অন্যতম। ফোন: 033 2350 3862, 1 এবং 3, উরকুহার্ট স্কোয়ার, মানিকতলা, আজাদ হিন্দ ব্যাগ, কলকাতা- 700 006.
বঙ্গবাসী কলেজ :- কলকাতার বাণিজ্য বিভাগের শীর্ষ ১০টি সরকারি কলেজের তালিকায় বঙ্গবাসী কলেজ অন্যতম। এই কলেজের একাডেমিক ক্ষেত্রে খুবই সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের পেশাদার এবং একাডেমিক উভয় ক্ষেত্রেই প্রস্তুত করার জন্য এই কলেজ অন্যতম। ফোন: ০৩৩ ২৩৬০ ৫৯৯৫, 19 রাজকুমার চক্রবর্তী সরণি, শিয়ালদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ।
আচার্য গিরিশ চন্দ্র বসু কলেজ :- ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আচার্য গিরিশ চন্দ্র বসু কলেজ কলকাতার একটি স্বনাম ধন্য বাণিজ্য কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। এখান থেকে শিক্ষা লাভ করলে বাণিজ্য বিভাগে একটি ভালো ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্য পাওয়া যায়। এই কলেজ শুধুমাত্র শিক্ষায় নয় একজন ছাত্রকে সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর নিয়মের মধ্যে রাখে। ফোন: ০৩৩ ২৩৫০ ১৬০০, 35 রাজকুমার চক্রবর্তী সরণি, শিয়ালদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ।
সুরেন্দ্রনাথ কলেজ :- ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত, সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার অন্যতম সেরা বাণিজ্য কলেজের মধ্যে একটি। একাডেমিক উৎকর্ষতার শীর্ষে রয়েছে এই কলেজ। ০৩৩ ২৩৫০ ৩৮৬২, ২৪/২ মহাত্মা গান্ধী রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ। উচ্চমাধ্যমিকে পাওয়া নাম্বারের ওপর ভিত্তি করে কলকাতার সেরা কমার্স কলেজের মধ্যে কোনটিতে ভর্তি হওয়া যায় সেটা নির্ভর করে।
আরও পড়ুন:- কাকভোরে সমুদ্রে সুনিতাদের সফল অবতরণ, দেখুন গায়ে কাঁটা দেওয়া VIDEO
আরও পড়ুন:- বোনাস নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বিস্তারিত জেনে নিন