Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আগামী ৫ মে ঘটতে চলেছে মহাজাগতিক ও অলৌকিক ঘটনা। একই দিনে বুদ্ধ পূর্ণিমা ও ছায়া চন্দ্রগ্রহণ। জ্যোতিষ অনুসারে, বুদ্ধ পূর্ণিমায় ১৩০ বছর পর একই দিনে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। ৩টি রাশির মানুষেরা সুবর্ণ সুযোগ ও সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। আপনি কি জানেন সেই ভাগ্যবান রাশি কোন গুলি ?
আরো পড়ুন :- আসন্ন বুদ্ধ পূর্ণিমায় হতে চলেছে চন্দ্রগ্রহণ, ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
পঞ্চাঙ্গ মতে, ১৩০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই ছায়া চন্দ্রগ্রহণ তুলা রাশি ও স্বাতি নক্ষত্রে ঘটবে। ভারতে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না, তাই এর প্রভাব ভারতে পড়বে না বলেই জানা গিয়েছে।
জ্যোতিষ অনুসারে, মকর, সিংহ, মিথুন, মীন ও কুম্ভ রাশির মানুষেরা বুদ্ধ পূর্ণিমায় শুভ ফল পাবেন। মকর রাশির কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে, মিথুন রাশির মানুষেরা চন্দ্রগ্রহণের পর সম্পদ ও সুখ লাভের সুযোগ পাবেন, সিংহ রাশি চাকরিতে উন্নতি হবে, কুম্ভ রাশির আয় বৃদ্ধি পাবে হু হু করে। বছরের প্রথম চন্দ্রগ্রহণও কিছু রাশির জন্য অশুভ হতে চলেছে। এর মধ্যে রয়েছে বৃশ্চিক, বৃষ, কর্কট এবং কন্যারাশি।
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না