মিথুন রাশি :- মিথুন রাশির জাতকদের জন্য ভদ্র রাজযোগ ভাগ্যের দরজা খুলে দেবে। সুখ-সুবিধা ও ধন-সম্পত্তি বাড় বাড়ন্ত হবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বড় চুক্তি আপনার জন্য লাকি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভাল হবে। পরিকল্পনা সম্পূর্ণ হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। সমাজে মান-সম্মান বাড়বে। জাতক পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে পারবেন।
সিংহ রাশি :- সেপ্টেম্বরে তৈরি হওয়া ভদ্র মহাপুরুষ রাজযোগে সিংহ রাশির জাতকদের জন্য শুভ সঙ্কেত। ধন, অর্থ, বাণী ও পারিবারিক সম্পর্ক ভাল হবে। শিল্প ও কথাবার্তা ক্ষেত্রে যারা আচেন তাদের কাজও আরও ভাল হবে। মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত মানুষেরা আরও ভাল প্রদর্শন করতে পারবেন। পরিকল্পনা ও রণনীতি সফল হবে। সম্মান ও অর্থ দুটোই বাড়বে।
ধনু রাশিধনু রাশির জাতকদের জন্য বুধের গোচর সফলতা ও সমৃদ্ধির রাস্তা খুলে দেবে। ব্যবসা থেকে চাকরি সবেতেই উন্নতি হবে। শিক্ষা, ব্যাঙ্কিং, অ্যাকাউন্ট ও মিডিয়ায় কাজ করা জাতকেরা এই সময় বিশেষ লাভ করতে পারবে। অফিসে জুনিয়র ও সিনিয়র সকলের সঙ্গ পাবেন। জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। অর্থের রাস্তা মসৃণ হবে।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————————–
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।