Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সরকারের নানান ভাতা বা পেনশন (Pension Scheme) প্রকল্প রয়েছে যেমন- বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, কৃষি ভাতা, মৎস্যজীবী ভাতা, পুরোহিত ভাতা, শ্রমিক ভাতা ইত্যাদি ইত্যাদি ।
আপনারা এই সকল পেনশন বা ভাতা পাওয়ার জন্য আবেদন করেন দুয়ারে সরকার ক্যাম্পে অথবা পঞ্চায়েতে বা বিডিও অফিসে ।
কিন্তু আবেদন করার পর আপনারা কোনভাবেই জানতে পারছেন না আপনাদের আবেদনের স্ট্যাটাস কি রয়েছে । আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা না ? বাতিল করে দেওয়া হয়েছে নাকি, বা আবেদন কি পর্যায়ে রয়েছে তা আপনারা কোনভাবেই জানতে পারতেন না ।
আপনাদেরকে হয় বিডিও অফিসে নয় পঞ্চায়েত অফিসে যেতে হতো সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করিয়ে নিয়ে আসতে হতো।
এবার এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আর আপনাদেরকে কোথাও যেতে হবে না এবার বাড়িতে বসেই আপনারা মোবাইল থেকে আপনাদের স্ট্যাটাস খুব সহজেই চেক করে নিতে পারবেন ।
কিভাবে মোবাইল থেকে স্ট্যাটাস চেক করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।
কোন কোন ভাতা বা পেনশন প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন:-
১) বৃদ্ধ ভাতা জেনারেল কাস্ট দের
২) বিধবা ভাতা
৩) প্রতিবন্ধী ভাতা (মানবিক পেনশন)
৪) জয় জোহার (ST)
৫) তপশিলি বন্ধু (SC)
৬) ST দের বৃদ্ধ ভাতা
৭) MSME পেনশন
৮) কৃষকদের বৃদ্ধ ভাতা
৯) মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা
১০) পুরোহিত ভাতা
১১) LPP PENSIONER
১২) LPP RETAINER
কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন :-
উপরের দেওয়া ভাতা বা পেনশন প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইল থেকে চেক করে নিতে পারবেন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে চেক করবেন
১) সবার প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন CLICK HERE
২) তাহলে আপনার সামনে স্ট্যাটাস চেক করার পেজ খুলে যাবে


৩) এবার Scheme (স্কিম) অপশনে যেই প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটি সিলেক্ট করুন
৪) তারপর Search Using (সার্চ ইউজিং) অপশনে সিলেক্ট করুন আপনি কিসের মাধ্যমে সার্চ করবেন । বেনি ফিসারি আইডি / মোবাইল নাম্বার / আধার কার্ড যে কোন একটি সিলেক্ট করুন


৫) তারপর Enter Beneficiary id (এন্টার বেনি ফিসারি আইডির) ঘরে উপরে যেটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি বসাতে হবে। উদাহরণস্বরূপ আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করলে বেনি ফিসারি আইডির ঘরে মোবাইল নাম্বার বসাতে হবে
৬) তারপর যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি Enter Captcha (এন্টার ক্যাপচা কোডের) ঘরে বসিয়ে সার্চ করলেই আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে ।