Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রের গতি বেশি। একটি রাশিতে প্রায় কিছু দিন থাকে চন্দ্র। ফলে প্রায় কয়েকদিন পর পরই চন্দ্রের যুতি দেখা যায়। এদিকে, ১০ ডিসেম্বর চন্দ্র বৃশ্চিকে প্রবেশ করছে। আগেই মঙ্গল ও সূর্য অবস্থান করছে সেখানে। ফলে বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
বৃশ্চিকে তৈরি হওয়া ত্রিগ্রহী যোগ বিভিন্ন দিক থেকে বহু রাশির লাভের মুখ দেখাতে শুরু করছে। দেখে নেওয়া যাক, কারা কোন কোন দিক থেকে লাভের মুখ দেখতে চলেছেন —
১. মিথুন রাশি : শিক্ষার্থীদের এই সময় দারুন লাভ হবে। পরীক্ষায় ভালো ফল হবে। আইনি মামলায় জিততে পারেন। সরকারি চাকরির খোঁজ করলে, তা পেয়ে যেতে পারেন। বিনিয়োগ থেকে হবে লাভ। শত্রু হবে বিনাশ। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। জীবনে সমস্ত রকমের সুখ পাবেন।
২. কন্যা রাশি : পেশাগত জীবনে সবরকমের সাফল্য আসবে। বেতন বাড়তে পারে। আমদানির কোনও ব্যবসা থাকলে তার থেকে পাবেন ভালো লাভ। পরিবারের সঙ্গে দিন গুলি ভালো কাটবে। ব্যবসায় উন্নতির মুখ দেখতে পারেন। কোথাও ঘুরতে যেতে পারেন এই সময়।
আরো পড়ুন :- কুম্ভ রাশিতে যুতি তৈরি করছে শুক্র ও শনিদেব ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
৩. বৃশ্চিক রাশি : স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো কাটবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাবেন দারুন ভালো ফল। আইনি মামলায় দারুন ফল পাবেন। সমাজে মান সম্মান বাড়তে থাকবে। জীবনে প্রতিষ্ঠা আসবে। আপনার কাজের প্রশংসা হবে।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)