বৃষ্টির থেকে এখনই রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা থাকছেই। তবে রবিবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে (Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে। সোমবারও অতিভারী বৃষ্টি অব্যাহত থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে।
অন্যদিকে, রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এদিন পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।