বৃষ্টির সতর্কবার্তা জারি হলো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের প্রচুর গরম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চলতি বছরে চৈত্র মাসের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল জুড়ে চলছে অসহ্য গরমের দাপট, এই গরমে বাইরে বের হওয়া যেন অসহনীয় হয়ে পড়েছে। অন্য বছরের তুলনায় এ বছরে রৌদ্রের তীব্রতা এতটাই বেশি যে সকাল সকাল অর্থাৎ ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তায় বের হওয়াই যেন এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ প্রায় সব জেলার বাসিন্দাদের জন্য এই গরম হয়ে দাঁড়িয়েছে এক অসহ্যনিও যন্ত্রণার নাম, এই গরমে বাইরে বের হলে হাফসাপ খাওয়ার মত অবস্থা। ইতিমধ্যেই এই সমস্ত অঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, যেখানে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

এই পরিস্থিতিতে সকল বাসিন্দারাই এই অসহ্য গরমের হাত থেকে মুক্তির আশায় দিন গুনছিলেন। অবশেষে মনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে কারণ এবার এলো কিছুটা স্বস্তির খবর। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে যেগুলো উপকূলবর্তী এলাকা এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার বিকেল থেকেই আকাশ মেঘলা হয়ে উঠবে এবং রাতের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত শুরু হতে পারে।

ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে মৌসুমী বায়ুর ধরুন পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হয়ে গেলে আবারো বায়ুর তাপমাত্রা বেড়ে যাবে এবং বায়ুর আদ্রতা কমে আবারও গরম পড়বে। তাই দক্ষিণবঙ্গের এই স্বস্তি সাময়িক সময়ের জন্য। তাই দক্ষিণবঙ্গে এই গরমের হাত থেকে বাঁচার জন্য বাসিন্দারা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত চেয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের আর বিস্তারিত খবরাখবর আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এজন্য আমাদের নিয়মিত ফলো করবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন