Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বৃহত্তম কৃত্রিম সূর্য গড়ছে জার্মানি। উত্তাপের রহস্যে উন্মোচনে গবেষণা শুরু করল জার্মানি৷ সেই লক্ষ্যেই বিশ্বের সব থেকে বড় কৃত্রিম সূর্য নির্মাণ করছে এই দেশ। জার্মান বিজ্ঞানীরা একটি ‘সিনলাইট’ বা সূর্যালোক ডিভাইস প্রকাশ করেছে। উদ্দেশ্য, বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম সূর্যটি তৈরি করা। গবেষকদের ধারণা, এটি জ্বালানির জন্য হাইড্রোজেন সংশ্লেষ করতে সাহায্য করবে। সূর্য নির্মাণে ব্যবহার করা হচ্ছে ১৪৯টি জেনন বাতি। যেগুলোর প্রত্যেকটি সিনেমার প্রজেক্টরের মতো শক্তিশালী। জার্মান বিজ্ঞানীদের মতে, এই বিশাল মৌচাকের মতো যন্ত্রটি ২০-২০ সেন্টিমিটার জায়গার মধ্যে সৌরশক্তিকে ধারণ করবে৷ যার ফলে ওই স্থানটি সাধারণ সৌর তেজস্ক্রিয়তার ১০ হাজার গুণ বেশি গ্রহণ করবে।
জার্মান এরোস্পেস সেন্টার ডিএলআর সম্প্রিত জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কোলোনের কাছে যন্ত্রটি পরীক্ষা করে৷ গবেষকরা বলছেন, এই যন্ত্রটি উচ্চ তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম, যার ফলে হাইড্রোজেন সংগ্রহ করার নতুন উপায় খুঁজতে সাহায্য করবে। জ্বালানির জন্য এই গ্যাস যখন পোড়ানো হবে, তখন এর ফলে কোনও কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হবে না। বর্তমানে হাইড্রোজেন সংগ্রহের অন্যতম উপায় হল, জলকে তড়িৎ বিশ্লেষণ করে৷ যার ফলে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়। কিন্তু এতে প্রচুর তড়িৎ শক্তি লাগে৷ জার্মানির তৈরি এই রিগ বা যন্ত্রটি এমন বিশাল যে, এটা চালাতেও প্রচুর শক্তির দরকার।
কৃত্রিম সূর্যতে প্রকৃত সূর্যালোক ব্যবহার করে হাইড্রোজেন সংশ্লেষ করা যায় কিনা। গবেষকদের আশা, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস মিশিয়ে তাঁরা এমন একটি জ্বালানি উৎপাদন করতে পারবেন, যা বিমান শিল্পে ব্যবহার করা যাবে। এর ফলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত তৈরি করবে এই কৃত্রিম সূর্য।
Highlights
1. বৃহত্তম কৃত্রিম সূর্য গড়ছে জার্মানি
2. এর ফলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত তৈরি করবে এই কৃত্রিম সূর্য
#SUN #Light