Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি সপ্তাহে গোটা রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় বেগ আরও বেড়ে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী তিন দিন সেখানে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তারপর থেকেই দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আরও পড়ুন:- সুনীতারা পৃথিবীতে ফেরার পথে স্পেস স্টেশন থেকে কীভাবে বিচ্ছিন্ন হলেন? দেখুন ভিডিও
কলকাতায় আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে বৃহস্পতিবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতায় বৃহস্পতিবার থেকে কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা মনোরম হতে পারে। যদিও রাতের দিকে অল্প অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।
তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলতি সপ্তাহে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না।
সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৮-৯১ শতাংশের আশপাশে।
আবহাওয়ার সতর্কবার্তা
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়-বৃষ্টি চলাকালীন মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষত খোলা জায়গায় না থাকা এবং বজ্রপাতের সময় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও তাদের ফসল বাঁচাতে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন
আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?