বৃহস্পতিবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক, যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ৭ অগাস্ট, বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নেতারা। সেই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই জানা গিয়েছে দলীয় সূত্রে। ৮ অগাস্ট, শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছেন বিরোধীরা। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে ‘ইন্ডিয়া’-র শরিকনেতারা বৈঠক করবেন। ওই বৈঠকেই ঘেরাও কর্মসূচির রূপরেখা তৈরি হতে পারে।

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

বিহারে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ তিনটি অ-বিজেপি শাসিত রাজ্যে। সেকারণে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর পাশাপাশি তামিলনাডু, কেরলও এনিয়ে সরব। এই ইস্যুতে এবার তৃণমূলনেত্রীর পরামর্শে ৮ অগাস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন বিরোধীরা।

গত ২১ জুলাই থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। তা ২১ অগাস্ট পর্যন্ত চলবে। এসআইআর নিয়ে আলোচনা না হলে সেই অধিবেশন যে মসৃণ ভাবে চলবে না, তার ইঙ্গিত একপ্রকার দিয়ে রেখেছেন বিরোধীরা।

অন্যদিকে, সোমবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল সেই বৈঠক হবে। সূত্রের খবর, লোকসভার অধিবেশনে এসআইআর, বাঙালি হেনস্তা নিয়ে পরবর্তী নীতি কী হবে, তা নিয়ে বার্তা দেবেন দলনেত্রী।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন