Bangla News Dunia, Pallab : আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। গতবছর অগাস্টে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের
অন্যদিকে, বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে পালটা মামলা দায়ের করেছে সঞ্জয়। সেই মামলা গ্রহণ করল আদালত। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে শুনানি হবে। সেপ্টেম্বর মাসে শুনানির সম্ভাবনা। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তর বক্তব্য, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
হাইকোর্টে সিবিআই (CBI) তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে সঞ্জয়। সিবিআইয়ের পাশাপাশি পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার দাবি, ‘শুধু আমার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছেন তদন্তকারীরা, যা ভুল।’
গত জানুয়ারি মাসে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। সেই থেকে সে জেলবন্দি। আরজি করে নির্যাতিতার বাবা-মা অবশ্য সঞ্জয়ের ফাঁসি চাননি। বরং তাঁদের দাবি, আরও একাধিকজন জড়িত এই ঘটনায়। তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে তদন্তকারীদের।