Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বর্তমান সময়ে বেকারত্ব এক বড় সমস্যা। আর এই বেকারত্ব নিয়ে সমস্যায় ভুগছেন, এমন মানুষের সংখ্যা প্রচুর। আর এই সমস্যা খুবই বড় সমস্যা যে কোনও মানুষের জন্যই। জ্যোতিষ শাস্ত্র মতে, কোষ্ঠীতে এমন কিছু যোগ থাকে যা থাকলে চাকরি পেতে বাধা আসে। আবার এমন কিছু উপায়ও রয়েছে, যা মানতে পারলে সেই বাধা থেকে মুক্তি পাওয়া যায়। তবে চলুন উপর গুলি জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :– অনেক সময় প্রতিবেশীদের কুনজরে সফলতা আসে না , তাই কুনজর থেকে বাঁচতে এই গাছ লাগান
১. বেকারত্ব এড়াতে সাত রকমের অন্ন ( ভাত ) সাত বার নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে একটা পাত্রে রেখে দিন এবং সেই অন্ন অল্প অল্প করে পাখিদের খাওয়ান, এতে প্রচুর উপকার পাওয়া যাবে।
২. খুব চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না , দ্রুত চাকরি প্রাপ্তির জন্য মাসের প্রথম সোমবার একটি সাদা কাপড়ে কিছুটা চাল বেঁধে মা কালীর মন্দিরে গিয়ে মায়ের চরণে অর্পণ করুন।
৩. যখনই চাকরির জন্য যেগাযোগের খবর আসবে, তখন ইন্টারভিউ বা পরীক্ষায় যাওয়ার আগে একটি লেবুর মধ্যে চারটি লবঙ্গ ফুটিয়ে ‘ওঁ হনুমতে নমঃ’ এই মন্ত্রটি ১০৮ বার জপ করে সেই লেবুটি নিজের সঙ্গে নিয়ে যান।
৪. জীবনের সমস্ত বাধা দূর করে বজরংবলী। সম্ভব হলে প্রতিদিন হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন । যদি প্রতিদিন সম্ভব না হয়, তা হলে পর পর ৪১ দিন এই নিয়ম পালন করুন।
৫. সপ্তাহে যে কোনো এক দিন কোনো জলাশয়ের দিকে তাকিয়ে কিছুটা দুধ ঢেলে দিন, তবে এই কাজ করতে যেন কেউ আপনাকে না দেখে। এই ক্রিয়াটি কোনো কুয়োয় করলে বেশি উপকার পাওয়া যায়।
৬. প্রতি সোমবার বাবা ভোলানাথের মাথায় দুধ ঢালুন।
৭. প্রতি শনিবার কিছুটা তিলের তেল এবং কিছুটা কালো তিল শনি মন্দিরে প্রদান করুন।
আরো পড়ুন :- ব্যবসা করছেন বা করবেন ভাবছেন কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে , শাস্ত্র মেনেই হাত দিন শুভ কাজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)