Bangla News Dunia, Pallab : দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়ে চলেছে, এই বিপুলসংখ্যক বেকার যুবক যুবতীর সরকারি চাকরিতে কর্মসংস্থান সম্ভব নয়। তাই ভারত সরকার বেকারত্বের সংখ্যা কমাতে ইন্টার্নশিপ ব্যবস্থা করেছে। এই ইন্টার্নশিপের মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীকালে এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের একাধিক দেশীয় ও বিদেশী সংস্থায় নিয়োগ ব্যবস্থা করা হবে। ২০২৪ সাল থেকে ভারত সরকার এই ইন্টার্নশিপ স্কিমের সূচনা হয়েছিল।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
বর্তমান ২০২৫ সালে এই ইন্টার্নশিপ স্কিমের দ্বিতীয় রাউন্ড শুরু করা হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী যুবক-যুবতীরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আজকের প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের ইন্টার্নশিপের এর আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
ইন্টার্নশিপ স্কিমের মূল লক্ষ্য:
ভারত সরকার দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ সূচনা করেছেন। এই স্কিমের প্রধান উদ্দেশ্য হল ২১ থেকে ২৪ বছর বয়সী যুবক যুবতীরা যাতে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিতে ট্রেনিং করার সুযোগ পায়। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় যা বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সহায়ক হবে। ৩রা অক্টোবর, ২০২৪ এই প্রকল্প চালু করা হয়েছিল এবং এতে প্রায় ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। বর্তমানে ২০২৫ অর্থবছরে ইন্টার্নশিপ প্রশিক্ষণের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
ইন্টার্নশিপ সুবিধা:
ভারত সরকারের তরফে দেশের বেকার যুবক-যুবতীদের জন্য যে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছেন, এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। অর্থাৎ ১২ মাসের ইন্টার্নশিপ শেষে তারা মোট ৬০,০০০ টাকা স্টাইপেন্ড পাবে।পুরো প্রকল্পের জন্য মোট ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ইন্টার্নশিপের আওতায় ৫০০ এর বেশি শীর্ষ কোম্পানিতে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এছাড়া প্রশিক্ষণ শেষে চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
আবেদন পদ্ধতি:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ:
ভারত সরকারের তরফে দেশের যুবক যুবতীদের জন্য যে ইন্টার্নশিপের এর ব্যবস্থা করা হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। বর্তমানে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে যা চলবে আগামী ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।