বেকার যুবকদের চাকরি দিতে বাজারে এল নয়া অ্যাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বেকার যুবকদের চাকরি দিতে বাজারে এল নয়া অ্যাপ। করোনা সংক্রমণ ও টানা লকডাউনে চাকরি হারিয়ে বেকার লক্ষ লক্ষ যুবক যুবতী। তাঁদের ভবিষ্যতের কথা ভেবে ভারতে চাকরির সংস্থান আরো বাড়াতে বিশেষ উদ্যোগ নিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। বাজারে এলো গুগলের তৈরী নতুন অ্যাপ কর্ম জবস। যেখানে সহজেই চাকরি প্রাথী নিজের পছন্দের চাকরির খোঁজ করতে পারবেন। এটি একটি নয়া প্রযুক্তির জব অ্যাপ। এমনটাই দাবি করেছে তথ্য প্রযুক্তি সংস্থা গুগল।

সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান চাকরির বাজারে করুন পরিস্থিতি বিবেচনা করে এবং করোনার পরের পরিস্থিতিতে নতুন চাকরি সংস্থান বাড়াতে তারা কর্ম জবস নয়া অ্যান্ড্রয়েড অ্যাপ ভারতের বাজারে নিয়ে এসেছে। লকডাউনে যারা চাকরি হারিছেন বা নয়া চাকরি খুঁজছেন তাঁদের বেশি করে ভাল সুযোগ তৈরী করবে এই নয়া অ্যাপ। সকল অ্যান্ড্রয়েড ইউসারদের জন্য রয়েছে কর্ম জবস , গুগল প্লে স্টোর থেকে এই নতুন অ্যাপ ডাউনলোড করা সম্ভব। অ্যান্ড্রয়েড ইউসাররা নিজের ফোন থেকে এই অ্যাপ ডাউনলোড করে নয়া চাকরিগুলি দেখতে পারবেন।

এটি ব্যবহার করে সকলে চাকরির আবেদন জানাতে পারবেন। তা ছাড়া থাকছে আরও কিছু নতুন সুবিধা। গুগলের এই অ্যাপের মাধ্যমে সহজেই চাকরি প্রাথী তাদের অনলাইন বায়োডেটা তৈরি করতে পারবেন। ওই অ্যাপ থেকেই সরাসরি শেয়ার করতে পারবেন। যেকোনো চাকরির জন্যে আবেদন করতে পারবেন।

গুগল কর্তা সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের আগামী কয়েক বছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। সেই বিনিয়োগ আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে সম্পূর্ণ হবে। ভারতের প্রায় সব গ্রামে ইন্টারনেট ব্যাবস্থা পৌঁছে দেওয়া হবে। তাছাড়া ভারতে আরও একগুচ্ছ কাজ করার পরিকল্পনা রয়েছে গুগলের।

Highlights

1. বেকার যুবকদের চাকরি দিতে বাজারে এল নয়া অ্যাপ

2. ভারতে আরও একগুচ্ছ কাজ করার পরিকল্পনা রয়েছে গুগলের

#GOOGLE #APP

Bangla News Dunia Desk - Pallab

“বেকার যুবকদের চাকরি দিতে বাজারে এল নয়া অ্যাপ”-এ 2-টি মন্তব্য

Samaresh Ghosh শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল