বেড়াতে গিয়ে হোটেলে ঢোকার আগে এই বিষয়গুলি যাচাই করুন, নাহলে সমস্যায় পড়তে হবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেড়াতে যাওয়া মানে মহাযজ্ঞ। জায়গা ঠিক করা, টিকিট বুক করা, হোটেলের বুকিং নেওয়া, জামাকাপড় গোছানো-সহ কাজের অন্ত নেই। বাকি কাজগুলো তাড়াহুড়োয় করা সম্ভব হলেও, হোটেল বুকিংয়ের কাজটি ধীরেসুস্থে করাই উচিত। হাতে বাড়তি সময় নিয়েই, মন শান্ত করে বাছাই করে সেরা হোটেলটি বেছে নেওয়া জরুরি। নতুন জায়গায় কয়েক দিনের ঠিকানা ঠিকঠাক হওয়া প্রয়োজন। তবে শুধু হোটেল বুক করে নিলেই, কাজ শেষ হয়ে যায় না। হোটেলে পৌঁছেও কিছু বিষয় যাচাই করে নেওয়া জরুরি।

সেফবক্স

বেড়াতে গেলেও সঙ্গে গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র-সহ আরও অনেক কিছু। সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে সব সময় সাইড সিনে যাওয়া যায় না। তাই হোটেলের ঘরে সেফবক্স আছে কিনা, সেটা দেখে নেওয়া জরুরি। তাই সঙ্গে এই জিনিসপত্র নিয়ে ঘোরার চেয়ে, হোটেলের ঘরে রেখে যাওয়াই শ্রেয়। সেক্ষেত্রে সেফবক্স থাকলে সুরক্ষিত থাকবে। তবে সেটা না থাকলে হোটেলের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রাখুন। তাতে কোনও সমস্যা হলেও, কৈফিয়ত চাওয়ার জায়গা থাকবে।

দরজার লক

হোটেলের ঘরে ঢুকে দরজার লক ঠিক আছে কিনা, সেটা দেখে নিন। সেটাই গুরুত্বপূর্ণ। দরজার লক ঠিক থাকাটা শুধু সুরক্ষার জন্য নয়, গোপনীয়তাও বটে। তাই দরজার লক ঠিক না থাকলে, সেই ঘরে থাকবেন না। দরজার লক নিয়ে বিন্দুমাত্র কোনও সমস্যা থাকলে, সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান।

ডু নট ডিস্টার্ব বোর্ড

ঘরের ভিতরে থাকলে, হোটেলর বাইরের দরজায় টাঙিয়ে দিন ডু নট ডিস্টার্ব বোর্ড। হোটেলের বাইরে থাকলেও, একই কাজ করুন। তা হলে হোটেলের কর্মীদের মনে হবে, আপনি ঘরেই আছেন। তাই হোটেলে পৌঁছেই কর্মীদের থেকে এই বোর্ড চেয়ে নিন। তাতে আপনারই সুবিধা।

আরও পড়ুন:- রান্না করার ফলে মহিলাদের বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ! বলছে গবেষণা

আরও পড়ুন:- 2026 আসলে দিল্লি দখলের প্রস্তুতি, মোদি সরকারকে উৎখাতের বার্তা মমতার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন