Bangla News Dunia, Pallab : পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরের সাম্প্রতিকতম ভারতবিরোধী মন্তব্য ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে যে, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তান বারবার ভারতবিরোধী মন্তব্য করছে। ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারির সুরে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও দুঃসাহসিক পদক্ষেপের ‘বেদনাদায়ক পরিণতি’ হবে।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা লক্ষ্য করছি, পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে ভারতবিরোধী, যুদ্ধংদেহী এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের ধারা অব্যাহত রয়েছে। এটি তাদের একটি পরিচিত কৌশল। নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা বারবার ভারতবিরোধী মন্তব্য করছে।”এই বিষয়ে তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন যে, “যে কোনও দুঃসাহসিক পদক্ষেপের বেদনাদায়ক পরিণতি হবে, যেমনটা সম্প্রতি দেখা গেছে।” উল্লেখ্য, গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। এই মন্তব্যটিও সেই দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে মুনির দাবি করেছিলেন যে, ভারত থেকে “অস্তিত্বের হুমকি” এলে পাকিস্তান “অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে”। মুনিরের এই মন্তব্যকে ভারত ‘পরমাণু হুমকি’ হিসেবে অভিহিত করে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ ও বিপজ্জনক বলে আখ্যা দেয়।
এই বিষয়ে নয়াদিল্লি আরও উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, ‘এই হুমকি এমন একটি সামরিক প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছে, যারা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়েও সন্দেহ সৃষ্টি করে।’ পাকিস্তান অবশ্য ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তাদের পারমাণবিক নীতি সম্পূর্ণ বেসামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা কৌশলগত বিষয়ে সবসময় “শৃঙ্খলা ও সংযম” বজায় রেখেছে। এখানেই থেমে না থেকে তাঁরা এও হুশিয়ারি দিয়েছে যে, ভারতের যেকোনও আক্রমণের তাৎক্ষণিক এবং যথাযথ জবাব দেওয়া হবে।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট