রাজ্যে আবার তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি, জানুন কি ঘটেছিলো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভর সন্ধ্যায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর পর গুলি। শনিবার(৮ মার্চ) উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার ঘটনা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। গুলিতে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা অন্য এক যুবক সন্তু দাসও।

সূত্রের খবর, বেলঘরিয়া ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক বাইকে করে এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হন বিকাশ।

এসময় তিনি পালাতে গেলে দুষ্কৃতীদের গুলি পাশের এক যুবকের গায়ে লাগে। সন্তু দাস নামে ওই যুবক স্ত্রী রিয়াকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন।

গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। বিকাশ সিংকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে কামারহাটি ও বেলঘরিয়া থানার পুলিশ।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? জেনে নিন

গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া বলেন, “আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানে চা খাচ্ছিলাম। আচমকা তিনজন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেইসময়ই আমার স্বামীর গায়েও গুলি লাগে। তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” রিয়া জানান, তাঁদের বাড়ি আগরপাড়ার আজাদহিন্দ নগরে।

 অন্যদিকে, বিকাশ সিংয়ের মা সীতা সিং বলেন, “কাজ সেরে ফিরে ওখানে চা খাচ্ছিল আমার ছেলে। কারও সঙ্গে ঝামেলা ছিল না।” কে তাঁর ছেলের উপর হামলা চালাতে পারে, তা বুঝতে পারছেন না বিকাশের মা। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। কেন বিকাশ সিংয়ের উপর দুষ্কৃতীরা হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই এর ঘনিষ্ঠ ছিলেন বিকাশ সিং। যদিও বর্তমানে তাদের দু’জনের মধ্যে সম্পর্কের দূরত্ব আসে। এরপরই বিকাশে সিং-এর উপরে হামলা। ডিসিপি সাউথ অনুপম সিং জানান, ‘ঘটনাস্থলে বিকাশ সিং বসেছিলেন। তাঁর উপরে এগুলি চালানো হয়েছে। দু’টির বেশি গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও ঠিক কী কারণে গুলি চালানো যায় তা এখনও স্পষ্ট নয়। সন্তু দাস বিপন্মুক্ত। বিকাশের পেটে গুলি লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। যদি ওই বাইকের মালিক কে তা এখনো নিশ্চিত নয় গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্তা।

আরও পড়ুন:- কিভাবে মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! এক ক্লিকে জেনে নিন

আরও পড়ুন:- ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন পলাতক ললিত মোদী, কোন সুবিধা পাওয়ার জন্য এই কাজ করলেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন