বোনকে কটূক্তি, প্রতিবাদ করায় দাদাকে নগ্ন করে গাছে বেঁধে মার ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে নগ্ন করে গাছে বেঁধে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জ এলাকার চড়কমেলার মধ্যে।

জানা গিয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও তাঁর পিসতুতো বোন মঙ্গলবার রাতে মেলায় ঘুরতে গেলে মেয়েটিকে ইভটিজিং করে কয়েকজন দুষ্কৃতী। এ সময় প্রতিবাদ করে ওই ছাত্র। আর সেই ‘অপরাধে’, তাকে ৫ কিমি দূরের দেবীনগর কান্তনগর ফরেস্ট সংলগ্ন বাঁধের ধারে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয়। তাকে জখম অবস্থায় উদ্ধার করে পরিবার ও বন্ধুরা। ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আক্রান্তের পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। উত্তেজনার মাঝে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানান, অভিযোগ ও পালটা অভিযোগ উভয় পক্ষই করেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন