বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণ! রবিবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরে নজরানা নবীর মোড় এলাকার ঘটনা। এই ঘটনায় এদিন ব্যাপক শোরগোল পড়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। পুলিশ তদন্তে নেমে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, বিস্ফোরণে এক দুষ্কৃতীও জখম হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ধৃত তিনজনেরই পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন বিচারক।