ব্যবসায় উন্নতির কৌশল গুলি জেনে রাখুন।

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ব্যবসায় সফলতা পেতে হলে আপনাকে কিছু কৌশল মেনে চলতে হবে। আর এই কৌশল গুলো মেনে চলতে পারলে ব্যবসায় উন্নতির অনেক ধাপ এগিয়ে যাবেন আপনি। ব্যবসার পণ্য বা পরিষেবা বিক্রয়ের জন্য নানা রকম পরিকল্পনা করতে হয় আর এর জন্য বিভিন্ন রকমের কাজ আপনাকে করতে হতে পারে। তাই আপনাকে কিছু কৌশল জেনে রাখতে হবে।

একসাথে অনেক কাজ বন্ধ করুন :- আপনাকে ব্যবসার বিভিন্ন জিনিস দেখতে হয়। তাই আপনি একই সময়ে মাল্টিটাস্কিং করার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি একটি কাজ একই সময় ভালো ভাবে মন দিয়ে করেন তবে তাতে ভুল হবার সুযোগ কম  থাকে।

বর্তমান সময়ে ফেসবুক , হোয়াটস্যাপ , ইন্সট্রাগ্রাম  এই সকল সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমের নোটিফিকেশন আপনার মনোযোগকে দুর্বল করে তোলে। তাই আপনার ব্যাবসার কাজ করার সময় এই সকল সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন।

বেশি গুরুত্ব ও কম গুরুত্বের কাজের ক্রম তৈরি করুন :-  আপনি প্রতিদিনের কাজের একটি ক্রম তৈরি করুন। আর এটা প্রতিদিন সকালেই তৈরি করে নিতে হবে। এতে প্রথমে বেশি গুরুত্বের কাজ গুলো লিখুন পরে কম গুরুত্বের কাজ গুলো লিখুন।

এতে আপনার একটু সময় খরচ হতে পারে ঠিকই কিন্তু আপনি বুঝতে পারবেন কোন কোন গুরুত্বপূর্ণ কাজটি আপনার প্রথমে , দিনের শুরুতেই করে ফেলা দরকার। এতে আপনি আপনার প্রতিদিনের কাজের অনুশীলন করতে পারবেন।

কঠিন কাজ গুলো দিনের শুরুতে করুন :- আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ থাকে যা করতে ইচ্ছে করেনা। কিন্তু এই কাজ গুলো আমাদের করতেই হবে। তাই দেরিনা করে সকালের শুরুতেই এই সকল কাজ গুলো সেরে ফেলুন। এতে দেখবেন আপনার মাথা ও মন থেকে সারা দিনের জন্য অলসতা ও ভয় দূর হয়ে যাবে।

এতে আপনি আপনার বাকি কাজ গুলো ভালো ভাবে করতে পারেন। এক একটি কাজ শেষ করবেন আর তা আপনার দিনের রুটিন ( ক্রম ) থেকে কেটে ফেলবেন।

how to grow business in online

ব্যবসার কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখুন :- ব্যবসার কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার চেষ্টা করুন এতে আপনার ব্যবসার কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। আপনি ব্যবসার সমন্ধে সঠিক পরিকল্পনা করতে পারবেন। আর আপনার ব্যবসায় যদি ক্রেতা আপনার সাথে কথা বলে তবে তা ভালো ভাবে শুনতে ও বুঝতে পারবেন।

তবে অবশই যদি আপনার ব্যবসায় যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হয়। তবে তা ব্যবহার করতে পারেন।

—————————————————————————

BUMPER OFFER

আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য  সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

ওয়েবসাইট :- avilodm.co

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

————————————————————————–

Highlights:- 

১. ব্যবসায় সফলতা পেতে মাল্টিটাস্কিং বন্ধ করুন। 

২. সকালে উঠেই বেশি গুরুত্ব ও কম গুরুত্বের কাজের লিস্ট তৈরি করুন। 

৩. ব্যবসার কঠিন  কাজ গুলো দিনের শুরুতে করে ফেলুন। 

৪. ব্যবসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখুন। 

#banglanews #businessnews #business #businesstips

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন