Bangla News Dunia, দীনেশ দেব :- প্রতিটি ব্যবসার জন্য মার্কেটিং একটি খুবই জরুরি। কারণ মার্কেটিং এর মাধ্যমেই আপনার পণ্যের ক্রেতা আপনার পণ্যের সমন্ধে জানতে পারবে। আর আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করে থাকেন তবে তার জন্য সর্ব প্রথম আপনার ব্যবসার মার্কেটিং আপনাকে করতে হবে।
ব্যবসার মার্কেটিং এর মাধ্যমে আপনার ক্রেতা জানতে পারবে আপনি এই ব্যবসাটি শুরু করেছেন। আর তার পরে আপনার ব্যাবসার কোনো পণ্য বা কিছু পণ্যের মার্কেটিং করা দরকার আপনার। আর এই পণ্যের মার্কেটিংয়ের সাথে সাথে আপনার ব্যবসার মার্কেটিং ও হয়ে যাবে।
আবার আপনি প্রথম থেকেই আপনার ব্যবসার মার্কেটিংয়ের সাথে সাথে পণ্যের মার্কেটিং ও করতে পারেন। তবে আপনার ব্যবসায় মার্কেটিং করবার আগে দেখতে হবে আপনার ক্রেতারা কি ধরণের। সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে।
সাধারণত মার্কেটিং দু – ধরণের , ১. ট্রেডিশনাল মার্কেটিং ২. ডিজিটাল মার্কেটিং।
ট্রেডিশনাল মার্কেটিং কি :-
ট্রেডিশনাল মার্কেটিং এর উদাহরণ হলো – রেডিও মার্কেটিং , টিভি মার্কেটিং , বিলবোর্ড মার্কেটিং , হ্যান্ডবিল , পেমপ্লেটে , ভিজিটিং কার্ড ইত্যাদি। এই সকল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার দেওয়া বিজ্ঞাপন সকল মানুষের কাছে পৌঁছবে। যারা আপনার পণ্যের ক্রেতা নয় তারা ও আপনার বিজ্ঞাপন দেখতে পাবে।
ডিজিটাল মার্কেটিং কি :-
ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ হলো – গুগল মার্কেটিং , ফেসবুক মার্কেটিং , ইনস্ট্রাগ্রাম মার্কেটিং , ওয়েবসাইট , মোবাইল এপ ইত্যাদি। এই সকল মার্কেটিং এর মাধ্যমে আপনার দেওয়া বিজ্ঞাপন আপনার সঠিক ক্রেতার কাছে পৌঁছতে পারবেন।
যেমন – আপনি মহিলাদের পণ্য বিক্রয় করলে আপনার ক্রেতা বেশির ভাগ মহিলাই হবে। তাই আপনি চাইলে আপনার দেওয়া বিজ্ঞাপন শুধু মহিলাদের দেখতে পারবেন। এমনকি আপনি কোন এলাকার মহিলাদের এই বিজ্ঞাপন দেখতে চান তা ও ঠিক করতে পারবেন। এছাড়া আপনি চাইলে মহিলাদের বয়স , তাদের কিসের উপর রুচি আছে সেই সব ও ঠিক করতে পারবেন। এতে আপনার বিজ্ঞাপন সঠিক ক্রেতা পর্যন্ত পৌঁছবে।
প্রতিযোগীদের ফলো করা :- আপনাকে আপনার প্রতিযোগীদের ফলো করতে হবে। আপনার প্রতিযোগী আপনার সমজাতীয় পণ্য কত দামে বিক্রি করছে ? পণ্য বিক্রির পরবর্তী সেবা কেমন দিচ্ছে ? বিক্রয় করা পণ্যের উপর ক্রেতাকে কি অফার দিচ্ছে ? ক্রেতা আপনার প্রতিযোগীর পণ্য কেনো ব্যবহার করছে ? ক্রেতা আপনার পণ্যটি কেন কিনবে ? আপনার প্রতিযোগীর পণ্যের সাথে আপনার পণ্যের পার্থক্য কি ? এই সকল দিকে আপনাকে নজর রাখতে হবে ও নিজের ব্যবসাকে প্রতিযোগীর থেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
————————————————————————
আপনি কি আপনার জন্য কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান ?
তবে আজই এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি যে কোনো ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করে থাকে।
আপনার কাছে যদি এমন কোনো ব্যাক্তি থাকে যিনি ওয়েবসাইট তৈরি করাবেন বা ডিজিটাল মার্কেটিং করাবেন , তাকে আপনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার দেওয়া ওই কাস্টমার , এই সংস্থার থেকে যত টাকার সেবা নেবেন তার ৩৫ শতাংশ আপনি পাবেন ওই সংস্থার তরফ থেকে।
অথাৎ ওই ব্যাক্তি যদি ১০ হাজার টাকার সেবা নেন ওই সংস্থার থেকে তবে আপনি ৩৫০০ টাকা পেয়ে যাবেন ওই সংস্থার থেকে আপনার ব্যাঙ্কে।
তবে এবার ঘরে বসেই অর্থ উপার্জন শুরু করুন।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing )
ই-মেইল :- [email protected]
যোগাযোগ :- 8967491470
ওয়েবসাইট :- avilodm.co
Highlights:-
১. ব্যবসায় প্রতিযোগিতা বুঝে মার্কেটিং করুন
২. নিজের প্রতিযোগীকে ফলো করুন।
৩. সাধারণত মার্কেটিং দু – ধরণের , ১. ট্রেডিশনাল মার্কেটিং ২. ডিজিটাল মার্কেটিং
#marketing #businessnews #banglanews