ব্যবসায় বিক্রয় বৃদ্ধির ডাইনামিক উপায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আপনি যে কোনো প্রকার ব্যবসা করে থাকেন না কেন তাতে সফলতার মূল হলো সেই পণ্য বা পরিষেবা বিক্রয় করা। আপনি যদি আপনার পণ্য বা পরিষেবা ক্রেতাদের কাছে বিক্রয় করতে পারেন তবে আপনার ব্যবসা এগিয়ে চলবে। পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আপনাকে ব্যবসায় সঠিক দিক গুলো সমন্ধে অবগত থাকতে হবে।

ক্রেতার প্রয়োজনীয় দ্রব বিক্রয় :- ব্যবসায় সফলতা পেতে গেলে সব সময় মাথায় রাখতে হবে। আপনি যেই পণ্য বিক্রয় করছেন তার সঠিক ক্রেতা কে ? আপনার পণ্য বা পরিষেবা থেকে সেই ক্রেতা কতটা উপকৃত হবেন ? আপনি আপনার পণ্য বা পরিষেবার যেই মূল্য নিচ্ছেন সেই অনুযায়ী আপনি ক্রেতাকে ভ্যালু দিচ্ছেন কি না ?

সঠিক মূল্য নির্ধারণ :- আপনার পণ্য বা পরিষেবা যদি ক্রেতাদের দরকার না পরে তবে আপনি যতই কমদাম নিন না কেন তা ক্রেতারা কিনবে না। তাই সঠিক পণ্যের সাথে সাথে সঠিক মূল্য ও নির্ধারণ করুন। যাতে বেশি সংখ্যক ক্রেতা আপনার পণ্য ক্রয় করতে পারে।

সঠিক মার্কেটিং :- ব্যবসায় মার্কেটিং একটি সবচেয়ে গুরুত্ব পূর্ণ দিক। মার্কেটিং এর মাধ্যমেই আপনি আপনার ব্যবসাকে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনি কি পণ্য বা পরিষেবা বিক্রয় করছেন সেটা যদি ক্রেতারা না জানতে পারে তবে তারা আপনার থেকে পণ্য বা পরিষেবা ক্রয় করবে কি করে।

বর্তমানে আপনি আপনার ব্যবসার জন্য খুবই সহজে অনলাইন মার্কেটিং করতে পারেন। অনলাইন মার্কেটিং খুবই কম খরচে করা যায়। এমনকি আপনার সঠিক ক্রেতা পর্যন্ত আপনার ব্যবসার বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায়।

আপনার ব্যবসার অনলাইন মার্কেটিং করতে চাইলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন – 8967491470

সময়ের সাথে পরিবর্তন :- ব্যবসায় আপনাকে সময়ের সাথে পরিবর্তন হতে হবে। বা সময়ের আগে আপনাকে চলতে হবে। নয়তো আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার আগে বেরিয়ে যাবে।

উদাহরণ :- আমাজন ( Amazon ) যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিশ্বের তেমন পরিমানে ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। কিন্তু আমাজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ফলে আজ বিশ্বের এত বড় সংস্থা তৈরি হতে পেরেছে।

বাবসাকে অনলাইনে নিয়ে যাওয়া :- বর্তমান সময় পরিবর্তন হয়েছে। আর এই সময়ের সাথে আপনাকেও পরিবর্তন হতে হবে। বর্তমানে একটি ছোট থেকে শুরু করে বড় ব্যবসা সবই অনলাইন হচ্ছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে পরিবর্তন হতে হবে।

বাবসাকে অনলাইনে নিয়ে যেতে আপনার প্রয়োজন হবে একটি সঠিক ও সুন্দর ওয়েবসাইট এর। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বাবসাকে বিভিন্ন অনলাইন প্লাটফ্রমের সাথে যুক্ত করতে হবে। বর্তমানে আপনার কাছে ওয়েবসাইট আছে মানে আপনি ব্যবসায় আগ্রহী। বর্তমান সময়ে মানুষ কোনো কিছু ক্রয় করার আগেই অনলাইন তা খোঁজার চেষ্টা করে। তাই যদি সম্বভ হয় আপনার পণ্যর ও অনলাইনের মাধ্যমে অর্ডার নেবার চেষ্টা করতে হবে।

তবে অবশ্য অনলাইনে ডেলিভারি দেবার চিন্তা আপনার করতে হবে না। তার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আপনি আপনার পণ্য সহজেই ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন।

এই সমন্ধে আপনার বিস্তারিত কিছু জানার থাকলে নিচে দেওয়া তথ্যের সাথে যোগাযোগ করতে পারেন।

————————————————————————

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

ওয়েবসাইট :- avilodm.co

আপনি যদি আপনার ব্যবসা কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা বাবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

—————————————————————————-

আপনি আপনার পণ্য যখন ক্রেতাকে বিক্রয় করবেন তখন তার থেকে অনলাইন পেমেন্ট ও নিতে পারেন।

ব্যবসায় বিক্রয় বৃদ্ধির জন্য এই তিনটি পদক্ষেপ গ্রহণ করুন :- এই তিনটি পদক্ষেপ আপনাকে সফলতা এনে দিতে পারে। ১. ক্রেতাকে জিজ্ঞাসা করুন যে তার সঠিক কি প্রয়োজন। ২. তার পর তার দেওয়া উত্তর ভালো ভাবে শুনুন। ৩. ক্রেতার দরকার অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন।

অথাৎ , প্রথমত জিজ্ঞাসা করুন , শুনুন এবং তার পর পদক্ষেপ গ্রহণ করুন।

grow_business_website

 

Highlights:- 

১. ক্রেতার প্রয়োজনীয় দ্রব বিক্রয়

২. সঠিক মূল্য নির্ধারণ 

৩. সঠিক মার্কেটিং

৪. বাবসাকে অনলাইনে নিয়ে যাওয়া

৫. বিক্রয় বৃদ্ধির জন্য প্রথমে জিজ্ঞাসা করুন , শুনুন এবং তার পর পদক্ষেপ গ্রহণ করুন। 

6. সময়ের সাথে পরিবর্তন

#banglanewsdunia #banglanews #businessnews #business

Bangla News Dunia Dinesh

“ব্যবসায় বিক্রয় বৃদ্ধির ডাইনামিক উপায়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন