ব্যবসা ও আর্থিক দিকে উন্নতি চান ? মেনে চলুন এই উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : জীবনের প্রথম সাক্ষর করার আগে আমরা প্রত্যেকেই নিজেদের সইয়ের ধরন নিয়ে নানান পরীক্ষা করে থাকি। অনেক কায়দায় নিজের সাক্ষর সাজিয়ে তোলার চেষ্টা করি। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষর আবার আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করে তুলতে পারে। আর্থিক দিক মজবুত করার ক্ষেত্রে সাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভুল সাক্ষর লক্ষ টাকার লোকসান ঘটিয়ে দিতে পারে। আবার একটি চিন্তা ভাবনা করে সাক্ষর নিজের ভাগ্য শক্তিশালী করে।

আরো পড়ুন :- বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে জানুন

বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করার পরও যদি সঞ্চয় করা সম্ভব হচ্ছে না, তখন নিজের সাক্ষরে কিছু সংযোজন করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারেন। হস্তাক্ষর আপনার আর্থিক সমস্যার বড়সড় সমাধান করে দিতে পারবে। জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

avilo home

আপনিও যদি আর্থিক সমস্যা বা ঋণে জর্জরিত হয়ে থাকেন, তা হলে বাস্তু শাস্ত্র অনুযায়ী নিজের হস্তাক্ষরে সামান্য পরিবর্তন ঘটিয়ে একে আরও উপযুক্ত করে তুলতে পারেন। এর প্রভাবে আপনার আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন।

বাস্তু শাস্ত্র অনুযায়ী প্রচুর অর্থ উপার্জনের পরও যদি সঞ্চয় করতে না-পারেন, তা হলে নিজের সাক্ষরের নীচে একটি সরল রেখা বানান এবং তার নীচে দুটি বিন্দু দিন। এর প্রভাবে সঞ্চয় বাড়বে।

আরো পড়ুন :- মা লক্ষীর কৃপা পেতে পালন করুন এই সহজ টোটকা

একবার সঞ্চয় বাড়তে শুরু করলে সাক্ষরের নীচের বিন্দুর সংখ্যাও এক এক করে বাড়াতে শুরু করুন। তবে সর্বাধিক ৬টা পর্যন্ত বিন্দু দিতে পারেন। তার বেশি বিন্দু বাড়াবেন না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- খারাপ সময় কিছুতেই কাটছে না ? সহজ টোটকায় কাটিয়ে উঠুন খারাপ সময়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন