আপনি কি ব্যবসা করতে চান? তাহলে সহজেই আবেদন করুন PMMY Scheme বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে। একেবারে সহজ শর্তে ২০ লাখ টাকার ঋণ পাবেন বাড়ি বসেই। আর এই ই মুদ্রা লোন (e Mudra Loan) নিয়ে নিজের ইচ্ছে মতো ব্যবসা শুরু করতে পারবেন (Business Loan). তাহলে আর দেরি কেন? আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পে আবেদন জমা করবেন।
What is PMMY e Mudra Loan?
দেশের তরুণ যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প। ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ই মুদ্রা যোজনা (e Mudra Loan) প্রকল্প চালু হয়েছিল। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা। নতুন কোনো ব্যবসা শুরু করা কিংবা বিদ্যমান ব্যবসাকে আরও সম্প্রসারণ করার উদ্দেশ্যে কোটি কোটি মানুষ লোন নিয়েছেন। মূলত কর্মসংস্থান সৃষ্টির জন্যই এই ঋণ প্রদান করা হয়।
এই প্রকল্পে কত ধরণের ঋণ দেওয়া হয়?
মুদ্রা যোজনা প্রকল্পে তিন ধরনের লোন দেওয়া হয়। যথা
১) শিশু ঋণ
নতুন ব্যবসা শুরু করার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
২) কিশোর ঋণ
ছোট ও মাঝারি ব্যবসার সম্প্রসারণের জন্য প্রায় ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
৩) তরুণ ঋণ
আর তরুণ ঋণ মূলত বড় পরিসরে ব্যবসাকে আরও সম্প্রসারণ করার জন্য বা চালানোর জন্য ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
PMMY Loan Benefits 2025
কোটি কোটি মানুষ ই মুদ্রা লোনের জন্য আবেদন করছেন অর্থাৎ এই প্রকল্পের বেশ কিছু সুবিধা আছে। কী কী সুবিধা পাবেন? আসুন জেনে নেওয়া যাক।
- এই লোনের জন্য আপনাকে কোনো গ্যারেন্টি জমা করতে হবে না। গ্যারেন্টার খোদ সরকার।
- খুব সহজ শর্তে লোন পাবেন। কোনো সমস্যা ছাড়াই।
- ৫০ হাজার টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে কোনো প্রসেসিং ফি লাগবে না।
- কম সুদের হারে লোন পাবেন তাই চিন্তার কোনো কারণ নেই।
- লোন গ্রহণের পর ব্যবসা পরিচালনা করার জন্য টেকনিক্যাল সহযোগিতা করা হয়।
- এই লোনের জন্য অনলাইন অথবা অফলাইন যেভাবে ইচ্ছে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: বাড়ি বসে বিনা পরিশ্রমে পাবেন 1500 টাকা। মাসে মাসে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কিভাবে?
PMMY Loan Eligibility
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
- আবেদনকারীকে ব্যবসার যে পরিকল্পনা বা প্রজেক্ট সেটি জমা দিতে হতে পারে।
- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।
PMMY Loan Online Application Process
- মুদ্রা যোজনার অধীনে লোনের জন্য আবেদন করতে হলে ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর মুদ্রা যোজনার ফর্ম পূরণ করে নিন।
- প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ও ব্যবসার প্রমাণপত্র, এবং ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে আপলোড করে দিন।
- আপনার আবেদন বিবেচনা করা হবে। আপনি যদি যোগ্য হন আপনাকে দ্রুত লোন প্রদান করা হবে।