ব্যবসা নিজের, টাকা সরকারের ! ২ লক্ষ টাকা লোন এক ক্লিকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান দিনে যেখানে চাকরি মিলছে না, সেখানেই সরকার খুলে দিচ্ছে ব্যবসা করার নতুন দুয়ার। এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া MSME Loan Scheme বা মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ লোন প্রকল্প এবার অনেকটাই সহজলভ্য করা হয়েছে। লক্ষ্য একটাই—বেকার তরুণ-তরুণীদের স্বনির্ভর করে তোলা, যাতে তারা আর চাকরির পেছনে না ছুটে নিজেই একজন উদ্যোক্তা হয়ে ওঠতে পারে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

বর্তমানে দেশের আর্থিক পরিকাঠামোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থানের বিরাট অভাব। সেই অভাব পূরণে কেন্দ্রীয় সরকার চাইছে, দেশের প্রতিটি যুবক বা যুবতি নিজেই হোক ‘জব ক্রিয়েটর’। আর এই লক্ষ্যেই MSME লোনের মতো সরকারি সহায়তা প্রকল্পে এসেছে নয়া পরিবর্তন—যেখানে সহজ শর্তে মিলছে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত মূলধনের সহায়তা পাবেন অনায়াসে।

MSME প্রকল্প: কী, কেন, কার জন্য?

MSME-এর পূর্ণরূপ Micro, Small and Medium Enterprises এর জন্য। এটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প, যার অধীনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হয়। কৃষি, হস্তশিল্প, ফুড প্রসেসিং, গার্মেন্টস, মেকানিক্যাল সার্ভিস থেকে শুরু করে লোকাল প্রোডাকশন পর্যন্ত বহু ক্ষেত্র এতে অন্তর্ভুক্ত হতে চলেছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, এমন মানুষদের উৎসাহ দেওয়া, যাঁদের কাছে আছে পরিকল্পনা, সাহস এবং পরিশ্রমের মানসিকতা—কিন্তু নেই প্রয়োজনীয় মূলধনের যোগান। মূলত শিক্ষিত, বেকার, যুব সম্প্রদায়ের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে।

কীভাবে কাজ করে MSME লোন?

এই প্রকল্পে একজন ব্যক্তি ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২,০০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারেন অতি সহজে। লোনের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। এখানে সবচেয়ে বড় সুবিধা—নো কল্যাটারাল। অর্থাৎ, সম্পত্তি বন্ধক রাখা বা গ্যারান্টার দেখানোর প্রয়োজন নেই।

কাদের জন্য উপযুক্ত এই স্কিম?

এমএসএমই লোন প্রকল্পে আবেদন করতে চাইলে কয়েকটি যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে :

  1. আবেদনকারীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে
  2. অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
  3. ব্যবসা করার বা ব্যবসার পরিকল্পনা থাকা আবশ্যক
  4. সরকারি উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল -এ নাম রেজিস্টার করতে হবে
  5. ২ লক্ষ টাকা বা তার বেশি বার্ষিক আয়ের প্রমাণ দেখাতে হবে
  6. ব্যবসায়িক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন