Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পূর্ব মেদিনীপুরের কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে 78টি আসনের মধ্যে সবক’টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলেন। শনিবার সকাল থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কন্টাই কার্ড ব্যাংকের নির্বাচন শেষ হয় ও বেশি রাত্রে ফল ঘোষণা হয় ৷
বিক্ষিপ্ত বেশকিছু জায়গায় অশান্তির ঘটনার খবর পাওয়া গিয়েছিল সকাল থেকেই। যেমন, কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক ভোটারকে নিয়ে দুই দলের কর্মী-সমর্থকরা টানাটানি করে বলে অভিযোগ ওঠে।
গেরুয়া শিবিরের দাবি, বেশ কিছু জায়গায় বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে পুরো ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা যথেষ্ট ছিল।
আরও পড়ুন:- তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন

78টি আসনের মধ্যে সবক’টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন
কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্ক-
- কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের টানা 23 বছরের সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী
- বাংলার 24টি সমবায় ব্যাঙ্কের মধ্যে এটিই প্রথম।
- বার্ষিক 1.35 কোটি টাকা লেনদেন হয় এই ব্যাঙ্কে।
- শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ হয়
- মোট 78টি আসন।
- তার মধ্যে 14টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি আসনগুলিতে ভোটাভুটি হয় ।
- মোট ভোটার 58 হাজার 153 জন।
- 13টি কেন্দ্রে চলেছে ভোটগ্রহণ।
- 78টি আসনের মধ্যে 78টি তেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। সবুজ আবিরে ভরে যায় এলাকা ৷ তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি পীযুষ পন্ডা সাংবাদিক সম্মেলন করে বলেন, “এই জয়, গণতন্ত্রের জয়। এলাকাবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে এই সমবায় সমিতি উপহার দিয়েছেন ৷”
আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস
আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস













