Bangla News Dunia, Pallab : ব্যাংককে (Bangkok) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) বৈঠকের ‘যথেষ্ট সম্ভাবনা’ রয়েছে। বুধবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
থাইল্যান্ডের রাজধানীতে আয়োজিত বিমসটেক শীর্ষ সম্মেলনে (BIMSTEC Summit 2025) যোগ দেবেন ইউনূস। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে মোদিরও। আর সেই সম্মেলনের ফাঁকেই মোদি সঙ্গের ইউনূসের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। ঢাকা থেকে বেশ কিছুদিন আগেও সাউথ ব্লকে এই সংক্রান্ত অনুরোধ পৌঁছেছিল। কিন্তু সূত্রের খবর, নয়াদিল্লির তরফে এখনও এই বিষয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। এদিন খলিলুর রহমান বলেন, ‘বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তীতে কী করণীয়, তা নিয়ে আলোচনা দরকার।’ এরপরই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন মুহাম্মদ ইউনূস। এই শীর্ষ সম্মেলন থেকেই বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও এই সংগঠনের অন্য সদস্য দেশগুলি হচ্ছে মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। এদিকে, সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর এশিয়ার কোনও দেশে প্রথম সফর।