Bangla News Dunia, Pallab : দেশে ব্যাংকিং খাতে এবার আসতে চলেছে এক বড়োসড়ো পরিবর্তন। কেননা ভারতবর্ষের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি রেপো রেট কমিয়ে 6.25% করেছে। এই নতুন নিয়মটি গ্রাহকদের একদিকে যেমন সুবিধা করবে, ঠিক তেমনই গ্রাহকদের বেশ অসুবিধাও করবে।
কেননা এই নতুন নিয়ম কার্যকর হলে সমস্ত গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এর ওপর সুদের হারও কমে যাবে। যেটা গ্রাহকদের জন্য একটা নতুন চিন্তা করন হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে। এখন প্রশ্ন হচ্ছে কি এই রেপো রেট ? সেভিংস অ্যাকাউন্টের ওপর কত শতাংশ করে সুদের হার কমানো হবে ? এছাড়াও গ্রাহকদের ওপরে কি প্রভাব পড়বে ? তাহলে এই সম্পূর্ণ বিষয়টা এবার বিস্তারিত আকারে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
কাকে বলা হয় ব্যাংকের রেপো রেট ?
ব্যাংকের রেপো রেট হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এর তরফ থেকে তৈরি করে দেওয়া এমন একটা নিয়ম, যার মাধ্যমে অন্যান্য সকল ব্যাংকরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। রিজার্ভ ব্যাংকের দ্বারা এই নিয়মে রেট কমিয়ে দেওয়া হলে, অন্যান্য সকল ব্যাংকগুলি খুব সহজ ও কম সুদের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে ঋণ পেয়ে থাকে। ঋণের সুদের হার যেমন কমানো হয় এই নতুন নিয়মে ঠিক তেমনি অনেক সময় গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টেরও সুদের হার কমে দেওয়া হয় ব্যাংকের দ্বারা, যেটা গ্রাহকদের আয় এর একটা ব্যাঘাত ঘটায় নিজেদের সঞ্চিত অর্থের ওপরে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
প্রতিটা ব্যাংক কত শতাংশ হারে সুদের হার কমাবে ?
এই নতুন নিয়মের ফলে যে সমস্ত ব্যাংকগুলি আপাতত এখন বর্তমানে সুদের হার কমিয়ে দিয়েছে, সেগুলি হল –
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : SBI এখন সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক 2.70% সুদ এবং 10 কোটির থেকে বেশি সঞ্চিত অর্থের ওপরে 3% করে বার্ষিক সুদ দেবে।
- HDFC ব্যাংক : এখানে সাধারণ গ্রাহকদের জন্য 3% সুদ এবং 50 লক্ষ্ এর থেকে বেশি সঞ্চিত অর্থের উপরে 3.5% করে সুখ দেওয়া হবে প্রতিবছরে।
- ICICI : এখানেও HCFC ব্যাংকের মতোই সুদের পরিমাণ সম্পূর্ণটা সমানই রয়েছে।
- কোটাক মাহিন্দ্রা ব্যাংক : এখানেও HDFC ও ICICI মত সুদের পরিমাণ সমান।
- ব্যাঙ্ক অফ বরোদা : এখানে সাধারণ গ্রাহকদের জন্য 2.75% সুদ এবং 50 কোটি টাকার বেশি সঞ্চিত অর্থের ওপরে 3% সুদ দেওয়া হবে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক : এখানে আবার সাধারণ গ্রাহকরা পাচ্ছে 2.7% সুদ ও 10 লক্ষ টাকার উপর বেশি সঞ্চিত অর্থের ওপরে 2.75% সুদ ।
কি প্রভাব পড়তে পারে এতে সাধারণ মানুষের উপরে ?
ব্যাংকের রেপো রেট কমিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের উপরে এর প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। যেমন ধরুন – সুদের হার যেহেতু কমে দেয়া হয়েছে প্রতিটা সেভিংস অ্যাকাউন্টের উপরে, যার ফলে সেভিংস একাউন্টের ওপর নির্ভরশীল ব্যক্তিরা আগের তুলনায় অতটা পরিমাণে আর লাভবান হবে না।