ব্যাংকে টাকা রাখলেই বিপদ ? ১০ লক্ষ টাকার বেশি হলেই গুনতে হবে জরিমানা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমরা অনেকেই ভেবে থাকি, ব্যাংকে টাকা রাখা মানে সেই টাকা নিরাপদ। বিশেষ করে সেভিংস একাউন্টে (Savings Bank Account) টাকা রাখলে তো চিন্তার কোন কারণ নেই। এই ধারণাই ছিল এতদিন সবার মধ্যে। কিন্তু আপনি কি জানেন, আপনার সেভিংস একাউন্টে অতিরিক্ত টাকা জমে গেলে বিপদে পড়তে পারেন? হ্যাঁ, এমনকি ৬০% পর্যন্ত করও দিতে পারে।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

টাকা সঞ্চয় করা মানেই কি বিপদ?

না, এমনটা নয়। টাকা সঞ্চয় করাটা কোন বিপদের ব্যাপার না। কিন্তু বিষয়টা জটিল হয়ে যায় তখনই, যখন আপনার মূলধনের সঙ্গে আপনার আয়ের মিল থাকে না। আর তখনই আয়কর বিভাগ সন্দেহ করে। বিশেষ করে এখন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সরকারের নজর তীক্ষ্ণভাবে নজর রাখছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে কিছু স্পষ্ট কিছু নিয়মও তৈরি করেছে। 

কী বলছে রিজার্ভ ব্যাংকের নিয়ম?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম অনুযায়ী, একটি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা করলেই আয়কর বিভাগের নজরে আসবেন। পাশাপাশি আপনি যদি সেই টাকার উৎস ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনার উপর ৬০% পর্যন্ত কর ধার্য করা হতে পারে। এমনকি ব্যাংকগুলি রিপোর্টের মাধ্যমে এই ধরনের লেনদেন আয়কর বিভাগকে জানাতে বাধ্য।

১০ লক্ষের বেশি টাকা জমা হলে কী হবে?

আপনার ব্যাংকে যদি দেখা যায়, আপনি ১০ লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা রেখেছেন, তাহলে ব্যাঙ্ক সরাসরি আয়কর দপ্তরকে জানিয়ে দেবে। এরপর আয়কর বিভাগের পক্ষ থেকে আপনি নোটিশ পেতে পারেন। আর তখন আপনাকে প্রমাণ করতে হবে যে, এই টাকার উৎস কী এবং আপনার আয়ের সঙ্গে এই টাকা মিলছে কিনা। যদি আপনি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকি তার উপর ৬০% পর্যন্ত কর এবং জরিমানাও ধার্য করা হতে পারে।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন