Bangla News Dunia, Pallab : আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ (Instant Personal Loan) নিয়ে থাকি। তবে ঋণ নেওয়ার জন্য আমাদের কিছু শর্ত মানতে হয়। এই শর্তগুলি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঠিক করে দেওয়া হয়। লোনের আবেদন করার সময় আমরা চাই যাতে যতটা সম্ভব দ্রুত টাকা পাওয়া যায়। নিয়ম নীতির জটিলতা কাটিয়ে ব্যাংক থেকে সহজে বড় অংকের ব্যক্তিগত ঋণ (Instant Personal Loan) নিতে হলে এই পাঁচটি সহজ উপায় মেনে চলুন।
How To Get Instant Personal Loan?
ব্যাংক থেকে পার্সোনাল লোনের (Instant Personal Loan) জন্য আবেদন করার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি এই নির্দিষ্ট উপায় অথবা কৌশল গুলি মেনে চলেন তাহলে আপনিও দ্রুত লোন পাবেন। কোন কোন উপায়ের কথা বলা হচ্ছে? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
১) আপনার ক্রেডিট প্রোফাইল শক্তিশালী করুন
ব্যাংক যখন আপনাকে লোন দেবে তখন সবাই প্রথমে দেখবে আপনার ক্রেডিট প্রোফাইল। যদি আপনার সিবিল স্কোর ভালো থাকে তাহলে খুব সহজেই লোন এসে যাবে আপনার একাউন্টে। ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি পরামর্শ দেয়, সিবিল স্কোর ৭৫০ এর বেশি হলে আপনার ব্যক্তিগত ঋণ পাওয়া সহজ হবে।
২) আপনার আয় স্থিতিশীল এটি নিশ্চিত করুন
কোন আর্থিক প্রতিষ্ঠান যখন আপনাকে লোন দেবে তখন তাঁরা দেখবে আপনার আয় স্থিতিশীল নাকি। আপনার যদি দীর্ঘ কর্মসংস্থানের ইতিহাস থাকে, আপনার আয় যদি স্থিতিশীল হয় তাহলে আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন (Instant Personal Loan) পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যাই হবে না।
৩) একাধিক ঋণ আবেদন বন্ধ করুন
বারবার করে ঋণের জন্য আবেদন বন্ধ করতে হবে। এক জায়গা থেকে যখন লোন নিচ্ছেন তখন অন্য কোন লোনের আবেদন করবেন না। যখন কোন আর্থিক প্রতিষ্ঠান দেখবে আপনি বারবার করে ও বিভিন্ন জায়গা থেকে লোনের আবেদন করেছেন তখন আপনার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সেক্ষেত্রে লোন পেতে জটিলতা বাড়তে পারে।
৪) আপনার ডেবিট-ইনকামের রেশিও
আপনার ইনকাম এবং খরচের রেশিওর দিকেও খেয়াল রাখতে হবে। আপনার খরচ যেন ইনকাম এর চাইতে বেশি না হয়ে যায়। আপনার ডেবিট ও ইনকামের হিস্ট্রি যদি ঠিক থাকে, দুই ক্ষেত্রে এর মধ্যে ব্যালেন্স থাকে তাহলে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুবিধা বাড়বে আপনারই।
৫) আপনার সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখুন
ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে গেছেন অথচ সব নথি গুছিয়ে নিয়ে যাননি, এরকমটা হলে আপনার লোন পেতে দেরি তো হবেই, তার পাশাপাশি যে আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিচ্ছেন সেখানে আপনার একটা বাজে ইমেজ ক্রিয়েট হবে। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। লোন পেতে দেরি হতে পারে। তাই যখনই লোনের জন্য আবেদন করতে যান না কেন, সব ডকুমেন্ট গুছিয়ে নিয়ে যাবেন।