Bangla News Dunia, Pallab : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে (Bangkok) সোমবার সকালে বন্দুকবাজের হানা (Gunman Attack)। বাজার এলাকায় ভিড়ের মধ্যে ওই বন্দুকবাজ নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ। এতে প্রায় পাঁচজন নিহত হয়েছে। ব্যাঙ্ককের চাটুচাকের ওর তোরকর মার্কেটের ঘটনা।
আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন
থাইল্যান্ড পুলিশ (Thailand Police) জানিয়েছে, হামলাকারীও গুলিতে আত্মঘাতী হয়েছেন। কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। আহতদের চিকিৎসা চলছে। থাইল্যান্ডের ডেপুটি কমিশনার অফ মেট্রোপলিটন পুলিশ (Deputy Commissioner of Metropolitan Police) ছ’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এরমধ্যে ওই মার্কেটের চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়াও ওই সময় জিনিস কিনতে আসা এক মহিলারও মৃত্যু হয়েছে। এনিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে বন্দুক হাতে একা এক ব্যাক্তি হেঁটে যাচ্ছেন। ওই ব্যক্তি হামলাটি করেছেন বলে দাবি।
এদিকে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধ চলছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকবাজের হানার আলাদা কোনও তাৎপর্য রয়েছে কি না বা বন্দুকবাজের উদ্দেশ্য কী ছিল, তাঁর পরিচয় কী, এসব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর