ব্যাঙ্কিং পরিষেবায় এলো কিছু আমূল পরিবর্তন , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্যাঙ্কিং পরিষেবায় এলো কিছু আমূল পরিবর্তন। করোনা পরবর্তী আনলক ৪ থেকে সাধারণ ব্যাঙ্কিং পরিষেবায় এলো কিছু পরিবর্তন। নিউ নরমালে এবার থেকে মাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক। গত ২০সে জুলাই-র নির্দেশিকা অনুযায়ী শনিবার ব্যাঙ্ক পুরো বন্ধ রাখার কথা বলা হয়েছিলো। কিন্তু এবার সেক্ষেত্রে এলো বিশেষ বদল।

SBI state bank of India

উলেখ্য  অগাস্ট থেকে চলছে সাপ্তাহিক লকডাউন। সেই দিন গুলিতে থাকছে ব্যাঙ্ক বন্ধ। তবে সেপ্টেম্বরে ৭ , ১১ ও ১২ তারিখ সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে  প্রথম ও তৃতীয় শনিবার মিলবে পরিষেবা। একে সাপ্তাহিক লকডাউন অন্য দিকে শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলে সমস্যা হবে গ্রাহক পরিষেবায়। সেই সব দিক চিন্তা করে শনিবার ব্যাঙ্ক খুলে রাখার ঘোষনা করেছে সরকার।

ঘোষণাতে আরো বলা হয়েছে , এবার থেকে বাড়ছে ব্যাঙ্ক খোলা থাকার সময়ও। বেলা ২টা-র পরিবর্তে বেলা ৪-টে পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা মিলবে। যার ফলে উপকৃত হবেন গ্রাহকরা। আসতে আসতে এভাবেই করোনাকে সঙ্গী করেই পরিষেবা সচল হতে পারে রাজ্যে। ইতিমধ্যেই মেট্রো চালানোর ইঙ্গিত মিলেছে দুই সরকারের পক্ষ থেকেই। এই সিদ্ধান্তে খানিকটা স্বস্তিতে আম জনতা। আবার কিছুটা সহজে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। এড়ানো যাবে ভিড় ।

Highlights

1. ব্যাঙ্কিং পরিষেবায় এলো কিছু আমূল পরিবর্তন

2. এবার থেকে বাড়ছে ব্যাঙ্ক খোলা থাকার সময়ও

3. বেলা ২টা-র পরিবর্তে বেলা ৪-টে পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা মিলবে

4. এই সিদ্ধান্তে খানিকটা স্বস্তিতে আম জনতা

#Bank #Govt #Lockdown #COVID

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন